পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (SONALIANSH) ২য় প্রান্তিক ইপিএস দেয়ার তারিখ জানিয়েছে। কোম্পানিটির ৩১শে ডিসেম্বর ২০২২ তারিখে শেষ হওয়া দ্বিতীয় ত্রৈমাসিকের (কিউ-২) সময়ের জন্য কোম্পানির অনিরীক্ষিত আর্থিক বিবৃতি পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করবে। আগামী ৭ই মার্চ ২০২৩ তারিখ বিকাল ৩ টা ৩০ মিনিটে সভা অনুষ্ঠিত হবে। গতবছর কোম্পানিটির ৩ মাসের ইপিএস ছিল ০.৮৩ টাকা এবং ৬ মাসে ইপিএস ছিল ১.২৭ টাকা। উল্লেখ্য, কোম্পানিটির প্রথম প্রান্তিকে মুনাফার ধারা আগের চেয়ে বেশ বেড়েছিল, ১ম প্রান্তিকের ইপিএস হয়েছিল ০.৯০ টাকা, যা আগের বছর ছিল ০.৪৪ টাকা।