ঢাকা শেয়ার বাজার

১৯ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার ৪ আশ্বিন ১৪৩১

সোনালী আঁশের ৬০ শতাংশ আয় বেড়েছে ২য় প্রান্তিকে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (SONALIANSH চলতি অর্থ বছরের ২য় প্রান্তিকের (অক্টোবর২০২২-ডিসেম্বর২০২২) ও (জুলাই২০২২-ডিসেম্বর ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

৮ই মার্চ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।

২য় প্রান্তিকে কোম্পানিটির গত ৩ মাসে (অক্টোবর ২০২২-ডিসেম্বর ২০২২) শেয়ার প্রতি আয় হয়েছে ১.১৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় ছিল ০.৮৩ টাকা। গত ৩ মাসে কোম্পানিটির আগের চেয়ে ৩৬ শতাংশ আয় বেড়েছে।

অপরদিকে ৬ মাসে (জুলাই ২০২২-ডিসেম্বর ২০২২) ২ প্রান্তিক মিলে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২.০৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১.২৭ টাকা। গত ৬ মাসে কোম্পানিটির আগের চেয়ে ৬০ শতাংশ আয় বেড়েছে।

গত ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাস ফ্লো হয়েছে ৫৩.৩৭ টাকা, যা আগের বছর ছিল ৭.৯০ টাকা এবং  নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ২৩০.৬১ টাকা। যা আগের বছর ছিল ২২৮.৫৮   টাকা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার
error: বিষয়বস্তু সুরক্ষিত !!