স্পট মার্কেটে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী। টানা দ্বিতীয় সপ্তাহের মতো স্বর্ণের দাম বেড়েছে বিশ্ববাজারে । স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ বেড়েছে। আউন্সপ্রতি মূল্য স্থির হয়েছে ২ হাজার ৩৬৩ ডলার ৯০ সেন্ট।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম আগের দিনের তুলনায় ০.১ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৩৭১ ডলার ৯০ সেন্ট।
স্পট মার্কেটে গতকাল রুপার দাম আগের দিনের তুলনায় দশমিক ৬ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ৩০ ডলার ৫৮ সেন্ট। প্লাটিনামের দাম দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৮ ডলার ৮৭ সেন্টে পৌঁছেছে। প্যালাডিয়ামের দাম বেড়েছে ১ দশমিক ১ শতাংশ। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ২৮ ডলার ৪৭ সেন্ট।
খবর রয়টার্স।