ঢাকা শেয়ার বাজার

১৩ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার ৩০ মাঘ ১৪৩১

স্বর্ণের অলংকার বিক্রিতে ভ্যাট ৩% করার দাবি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

আগামী অর্থবছরের বাজেটে সোনা বা সোনার অলংকার এবং রুপা বা রুপার অলংকার বিক্রিতে ভ্যাটহার ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করার দাবি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গতকাল সোমবার ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনের ভ্যাট কমানোসহ ১১টি দাবি জানান সমিতির নেতারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জুয়েলার্স সমিতির সহসভাপতি আনোয়ার হোসেন, সহসম্পাদক সমিত ঘোষ এবং ট্যারিফ ও ট্যাক্সেশন–বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যসচিব পবন কুমার আগরওয়াল।

ভ্যাট কমানোর দাবির বিষয়ে জুয়েলার্স সমিতির বক্তব্য, মূল্যস্ফীতি ও ডলারের বিনিময় মূল্যবৃদ্ধির কারণে বর্তমানে এক ভরি ২২ ক্যারেট সোনার দাম ৯৬ হাজার ৬৯৪ টাকা। এর সঙ্গে যোগ হবে ন্যূনতম মজুরি ৩ হাজার ৪৯৯ টাকা। তার ওপর ৫ শতাংশ হারে ভ্যাট অর্থাৎ ৫ হাজার ৯ টাকা ভ্যাট যুক্ত হবে। অর্থাৎ এক ভরি সোনার অলংকারের দাম হবে ১ লাখ ৫ হাজার ২০৩ টাকা। তবে পার্শ্ববর্তী দেশ ভারতে এক ভরি সোনার অলংকারে ৩ শতাংশ বা ২ হাজার ৭৯১ টাকা ভ্যাট দিতে হয়। দেশে এই বাড়তি ভ্যাটের প্রভাব পড়ছে স্বর্ণের অলংকার কেনাবেচায়।

জুয়েলার্স সমিতির নেতারা জানান, প্রস্তাবিত বাজেটে দেশের জুয়েলারিশিল্পের প্রত্যাশা পূরণ হয়নি। বাজেটের আগে তাঁরা জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) শুল্ককর কমানোসহ ১২টি প্রস্তাব দিয়েছিলেন। তবে প্রস্তাবিত বাজেটে মাত্র একটি প্রস্তাব সংযুক্ত হয়েছে।

প্রস্তাবিত বাজেটে ব্যাগেজ রুলের সংশোধন করে সোনার বার আনার ক্ষেত্রে পরিমাণ কমানো ও করহার বৃদ্ধি করা হয়েছে। এত দিন সর্বোচ্চ ২৩৪ গ্রাম বা ২০ দশমিক শূন্য ৬ ভরি পর্যন্ত সোনা আনা যেত। প্রস্তাবিত বাজেটে এটি কমিয়ে ১১৭ গ্রাম বা ১০ দশমিক শূন্য ৩ ভরি করা হয়েছে। এ ছাড়া প্রতি ভরি স্বর্ণের জন্য বিদ্যমান ২ হাজার টাকা কর বাড়িয়ে ৪ হাজার টাকা করা হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তের প্রশংসা করে জুয়েলার্স সমিতি বলেছে, নতুন এই পদক্ষেপে বৈধ ভাবে সোনা আমদানি বাড়বে। তবে ব্যাগেজ রুলের আওতায় বিদেশ থেকে আনা সোনার অলংকারের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা ১০০ গ্রাম থেকে কমিয়ে ৫০ গ্রাম করার প্রস্তাব দিয়েছে সংগঠনটি। তারা বলেছে, এতে করে স্থানীয় সোনাশিল্পীদের স্বার্থ রক্ষা হবে।

আগামী অর্থবছরের চূড়ান্ত বাজেটে অপরিশোধিত আকরিক সোনার ক্ষেত্রে আরোপিত আমদানি শুল্ক (সিডি) ৫ শতাংশ থেকে কমিয়ে শর্তসাপেক্ষে ১ শতাংশ নির্ধারণ করার দাবি জানিয়েছে জুয়েলার্স সমিতি। এ ছাড়া আমদানি করা রাফ ডায়মন্ডে কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার দাবি করেছে তারা।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।