সোনার দামে যেন আগুন লেগেছে ,গতকাল রাতে ঢাকা শেয়ার বাজার ডট কমকে সম্প্রতি বিয়ে করতে যাওয়া এক যুবক আক্ষেপের সুরে বললেন, আর বুঝি বিয়াটাই করতে পারবনা। আমার হবু বউয়ের সোনার খুব সখ কিন্তু যা মনে হচ্ছে আগামী রোজার ঈদের পরে হয়ত আরও অনেক দাম বেড়ে যাবে। এমনেই সংকটের মধ্যে আছি আবার এত দাম বাড়লে কি ভাবে স্বর্ণ কিনে দিব ভাবছি।
দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম।প্রতি ভরি দুই লাখ টাকা ছুঁই ছুঁই করছে।এবার ভরিপ্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ১৯২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
গতকাল শনিবার (৪ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস যা আজ রবিবার (৫ অক্টোবর) থেকে কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিপ্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা,যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবে এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় এই সমন্বয় করা হয়েছে।
জুয়েলার্স সমিতির তথ্যানুযায়ী, দেশের বাজারে আআজ রবিবার (৫ অক্টোবর) থেকে ভালো মানের এক ভরি, অর্থাৎ ২২ ক্যারেটের হলমার্ক করা সোনা কিনতে খরচ করতে হবে ১ লাখ ৯৭ হাজার ৫৭৭ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ১ লাখ ৮৮ হাজার ৫৯৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬১ হাজার ৬৫১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৩৪ হাজার ২৫৩ টাকায় বিক্রি হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬% মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির হার ভিন্ন হতে পারে।