দেশের স্বর্ণের বাজার পাগলা ঘোড়ার মতো ছুটছে লাগাম যেন টানাই যাচ্ছে না। গত বছর ২৯ বার দাম সমন্বয়ের মধ্যে এক ভরি স্বর্ণের দাম বেড়েছে ২০ হাজার ২৯৬ টাকা। চলতি বছরের শুরুতেও তা অব্যাহত রয়েছে। এতে দেশের বাজারে কমেছে বেচাকেনা। এ অবস্থায় ভ্যাট ৫ শতাংশ থেকে কমিয়ে আনার দাবি বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)।
সংগঠনটির হিসাব বলছে, সবচেয়ে ভালো মানের স্বর্ণ অর্থাৎ, ২২ ক্যারেটের এক ভরির (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম গত বছরের জানুয়ারিতে ছিল ৯০ হাজার ৭৪৫ টাকা। এরপর ২৯ বার ওঠানামায় বছর শেষে দাঁড়ায় ১ লাখ ১১ হাজার ৪১ টাকায়। এ বছর দাম বেড়ে ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকায় ওঠার পর আবার নেমেছে ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকায়। এতে দিন দিন মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে মূল্যবান এই ধাতু।
বাজুস বলছে, বিশ্ব অর্থনৈতিক অস্থিরতায় স্বর্ণ ব্যবসায় বিনিয়োগ বাড়িয়েছে বিশ্বের বড় বড় ব্যবসায়ী। যার দাম বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বাজারে।
তাই ক্রেতার নাগালের মধ্যে রাখতে বিদ্যমান ভ্যাট কমানোর দাবি সংগঠনটির। বাজুসের সাবেক সভাপতি ও মুখপাত্র ড. দীলিপ কুমার বলেন, ধনী দেশগুলো এখন স্বর্ণকে সঞ্চয় ও রিজার্ভ হিসেবে কিনছে। তাই স্বর্ণের দাম কমা এখন দুঃসাধ্য ব্যাপার। তবে স্বর্ণের ওপর আরোপিত ভ্যাট যদি ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা যায় তাহলে ভরিতে স্বর্ণের দাম ৩ হাজার টাকা কমবে। আমদানি শুল্কের ক্ষেত্রেও ৫ শতাংশ দিতে হয়, সেটি কমালে আরও ৫ হাজার টাকা দাম কমবে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।