পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড(HEIDELBCEM) চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৩–মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
২৭ এপ্রিল,২০২৩ অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এই প্রতিবেদনপর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
১ ম প্রান্তিকে কোম্পানিটি গত ৩ মাসে (জানুয়ারী ২০২৩ – মার্চ ২০২৩) শেয়ার প্রতি আয়(EPS) হয়েছে ৬.৮৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি লোকসান (EPS) ছিল (২.৯৭) টাকা।
গত ৩ মাসে কোম্পানিটির মুনাফা আগের বছরের চেয়ে রেকর্ড পরিমান বেড়েছে।
গত ৩১ শে মার্চ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ২৭.৪৯ টাকা যা আগের বছরে ছিল ২৯.৮৪ টাকা এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য(NAVPS) হয়েছে ৬৬.৯১ টাকা। যা আগের বছরে ছিল ৬০.০৭ টাকা।
হাইডেলবার্গ সিমেন্ট ১ ম প্রান্তিকে আগের হারানো যৌবন ফিরে পেয়েছে।করোনার পরে প্রায় ৩ বছর পরে প্রথম প্রান্তিকে হাইডেলবার্গ সিমেন্ট তার মুনাফায় ফিরল ,দেখা যাক আগামিতে কি করে কোম্পানিটি।