পুঁজিবাজারে তালিকাভুক্ত পেপার খাতের কোম্পানি হাক্কানি পাল্প এন্ড পেপার মিলস লিমিটেডের ৩ জন উদ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রয় সম্পন্ন হবার ঘোষণা দিয়েছেন। কোম্পানিটি জানিয়েছে যে, কোম্পানির অন্যতম ৩ জন উদ্যোক্তা পরিচালক যথাক্রমে মোহাম্মদ গোলাম মোর্শেদ, মোহাম্মদ গোলাম কিবরিয়া ও মোহাম্মদ গোলাম রসুল মোক্তাদির প্রত্যেকে গত ২৩/০১/২০২৩ তারিখে প্রচারিত ঘোষণা অনুযায়ী, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (CSE) এর মাধ্যমে বিদ্যমান বাজার মূল্যে, কোম্পানির প্রত্যেকে ১ লাখ করে মোট ৩ লাখ শেয়ার শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।