ঢাকা শেয়ার বাজার

৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার ২০ অগ্রহায়ণ ১৪৩১

৩৪টি কোম্পানির ২য় প্রান্তিক ইপিএস দেয়ার তারিখ জানিয়েছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

আজ ২৬ জানুয়ারি ২০২৩, রোজ বৃহস্পতিবার পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ৩৪টি কোম্পানির ২য় প্রান্তিক ইপিএস দেয়ার তারিখ জানিয়েছে।

কোম্পানি গুলো ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে শেষ হওয়া দ্বিতীয় ত্রৈমাসিকের (কিউ-২) সময়ের জন্য কোম্পানির অনিরীক্ষিত আর্থিক বিবৃতি পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করবে।

২৯ জানুয়ারি ১ টি কোম্পানি ইপিএস প্রকাশ করবে, কোম্পানিটি হলো এটলাস বাংলা। কোম্পানিটির  পর্ষদ সভা বিকাল ৫ টায়।

৩০ জানুয়ারি ২৪  টি কোম্পানির ইপিএস প্রকাশ করবে। কোম্পানি গুলি হলোঃ

ইন্দোবাংলা ফার্মার পর্ষদ সভা বিকাল ৪ টায়।

আনোয়ার গ্যালভানাইজিং এর  পর্ষদ সভা বিকাল সারে ৩  টায়।

জিপিএইচ ইস্পাতের পর্ষদ সভা বিকাল ৪ টায়।

গোল্ডেন হারভেস্টের পর্ষদ সভা সন্ধা সারে ৬ টায়।

আনলিমা ইয়ার্ন ডায়িং এর পর্ষদ সভা বিকাল ৪ টায়।

প্যাসিফিক ড্যানিমের পর্ষদ সভা বিকাল ৩ টায়।

যমুনা অয়েলের পর্ষদ সভা বিকাল ৪ টায়।

আলিপ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পর্ষদ সভা বকাল ৩ টায়।

এমবিএল ফাস্ট মিচুয়াল ফান্ডের পর্ষদ সভা বিকাল ৩ টা ৩৫ মিনিটে।

SEMLFBSLGF মিচুয়াল ফান্ডের পর্ষদ সভা বিকাল ৩ টা ১০ মিনিটে।

SEMLLECMF মিচুয়াল ফান্ডের পর্ষদ সভা বিকাল ৩ টায়।

ডিবিএইচ ফাস্ট মিচুয়াল ফান্ডের পর্ষদ সভা বিকাল ৩ টা ২০ মিনিটে।

গ্রীন ডেলটা ফাস্ট মিচুয়াল ফান্ডের পর্ষদ সভা বিকাল ৩ টা ২৫ মিনিটে।

এল আর গ্লোবাল মিচুয়াল ফান্ডের পর্ষদ সভা বিকাল ৩ টা ৪০ মিনিটে।

 

এ আই বিএল ফাস্ট  মিচুয়াল ফান্ডের পর্ষদ সভা বিকাল ৩ টা ৩০ মিনিটে।

বসুন্ধরা পেপারের পর্ষদ সভা বিকাল ৩ টায়।

স্কয়ার টেক্সটাইলের পর্ষদ সভা বিকাল ৪ টায়।

কহিনুর ক্যামিলের পর্ষদ সভা বিকাল ৪ টায়।

অরিয়ন ফার্মার পর্ষদ সভা বিকাল ৩ টায়।

লুবরেপের পর্ষদ সভা বিকাল ৩ টায়।

বিডিকম অনলাইনের  পর্ষদ সভা বিকাল ৩ টায়।

আলিফ টেক্সটাইলের পর্ষদ সভা বিকাল সারে ৩ টায়।

কুইন সাউতের পর্ষদ সভা বিকাল ৪ টায়।

দুলামিয়া কটনের পর্ষদ সভা বেলা ২ টা ৩০ মিনিটে।

৩১ জানুয়ারি ৯ টি কোম্পানির ইপিএস প্রকাশ করবে। কোম্পানি টি হলোঃ

আলহাজ্ব টেক্সটাইলের পর্ষদ সভা বিকাল ৩ টায়।

ডমিনেজ স্টিলের পর্ষদ সভা বিকাল সারে ৩  টায়।

লাভেলো আইসক্রিমের  পর্ষদ সভা বিকাল সারে ৩  টায়।

সোনালী আশের পর্ষদ সভা বিকাল সারে ৪ টায়।

পেপার প্রসেসিং এর পর্ষদ সভা বিকাল ৩ টা ৪৫ মিনিটে।

মনোসপুলের পর্ষদ সভা বিকাল ৩  টায়।

ফাইন ফুডের পর্ষদ সভা বিকাল ৩ টায়।

গোল্ডেন সনের পর্ষদ সভা বিকাল সারে ৩ টায়।

হাওয়েল টেক্সটাইলেএ পর্ষদ সভা বিকাল ৪ টায়।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার
error: বিষয়বস্তু সুরক্ষিত !!