ঢাকা শেয়ার বাজার

৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার ২০ অগ্রহায়ণ ১৪৩১

৫ শীর্ষ ধনীর সম্পদ দ্বিগুণ হল, ৬০ শতাংশ মানুষ তাঁদের সম্পদ হারিয়েছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

বিশ্বের পাঁচ শীর্ষ ধনীর ২০২০ সাল থেকে  সম্পদের পরিমাণ দ্বিগুণ হয়েছে। তাঁদের মোট সম্পদের পরিমাণ এখন ৮৬৯ বিলিয়ন ডলার। অন্যদিকে বিশ্বের ৬০ শতাংশ মানুষ তাঁদের সম্পদ হারিয়েছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা সোমবার থেকে সুইজারল্যান্ডের দাভোসে বার্ষিক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে অংশ নেবেন। এর আগেই এই প্রতিবেদন প্রকাশ করল অক্সফাম।

আইফোনের জন্য কিবোর্ড কেস, দেখতট ব্ল্যাকবেরির মতো

প্রতিবেদনে বলা হয়, ধনী ও গরিবের মধ্যকার এ বিশাল পার্থক্য আরও বাড়তে পারে। আর এক দশকের মধ্যেই বিশ্ব প্রথম ট্রিলিওনিয়ার পাবে। পাশাপাশি চলতি ধারা অব্যাহত থাকতে ২২৯ বছরের মধ্যেও বিশ্ব থেকে দরিদ্রতা দূর করা যাবে না।

করোনার মধ্যে ধনী ও গরিবের বৈষম্য আরও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে অক্সফাম। প্রতিবেদনে বলা হয়, ২০২০ সাল থেকে মুদ্রাস্ফীতির চেয়ে বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদ তিনগুণ দ্রুত বেড়েছে।

সবচেয়ে বেশি খাবার নষ্ট করে বিশ্বের আরব দেশটি

প্রতিবেদনটি গবেষণা কোম্পানি ওয়েলথ এক্স থেকে তথ্য নিয়ে তৈরি করা হয়েছে। এতে বলা হয়, ২০২০ সাল থেকে বিশ্বের শীর্ষ ধনী-ইলন মাস্ক, বার্নার্ড আর্নল্ট, জেফ বেজোস, ল্যারি এলিসন এবং মার্ক জাকারবার্গের সম্পদ বেড়ে ৪৬৪ বিলিয়ন ডলার বা ১১৪ শতাংশ। এদিকে বিশ্বের ৬০ শতাংশ মানুষ বা ৪৭০ কোটি মানুষের সম্পদ শূন্য দশমিক দুই শতাংশ কমেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বব্যাপী লোকেরা কম মজুরি ও চাকরির নিরাপত্তা না থাকা সত্ত্বেও কঠোর এবং দীর্ঘ সময় কাজ করছে। ২০২০ সাল থেকে বিশ্বের ৫২টি দেশের ৮০ কোটি মানুষের মজুরি হ্রাস পেয়েছে। এ সময়ে এ মানুষগুলো দেড় ট্রিলিয়ন ডলার সম্পদ হারিয়েছে।

অক্সফাম বলছে, বিশ্বের সবচেয়ে বেশি বৈষম্যের দেশ সাউথ আফ্রিকা।

অক্সফামের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা আলেমা শিবজি বলেন, গরিব দেশগুলোতে চরম দারিদ্র্য এখন প্রাক-মহামারি সময়ের চেয়ে আরও বেশি। তবুও অল্প সংখ্যক অতি-ধনী মানুষ ১০ বছরের মধ্যে বিশ্বের প্রথম ট্রিলিওনিয়ার হওয়ার দৌড়ে নেমেছে।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার
error: বিষয়বস্তু সুরক্ষিত !!