ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) এতদিন কোনো কোম্পানির শেয়ারের দাম বাড়ার কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চাইলেও এবার দাম কমার কারণ জানতে চেয়ে চিঠি দিয়েছে।
সম্প্রতি আর্থিক খাতের তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের (IDLC)শেয়ারের দাম কমার কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে চিঠি দেয় ডিএসই।
জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে, শেয়ারের দাম কমার ক্ষেত্রে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই। কোনো কারণ ছাড়াই আইডিএলসি ফাইন্যান্সের শেয়ারের দাম কমছে। গতকাল বুধবার ডিএসই এ তথ্য জানিয়েছে।
উল্লেখ্য, গত এক দশকের বেশি সময় পর দেশের শেয়ার বাজারে এই প্রথম কোনো কোম্পানির শেয়ারের দাম কমার কারণ জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে ২০১০ সালের আগে বেশ কিছু কোম্পানির শেয়ারের দাম কমার পরিপ্রেক্ষিতে এ ধরনের তথ্য প্রকাশ করা হয়েছিল বলে ডিএসই সূত্র জানিয়েছে।
আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের (IDLC) তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ৪ এপ্রিল আইডিএলসি ফাইন্যান্সের প্রতিটি শেয়ারের দাম ছিল ৩৭.৩০ টাকা। পরে ধারাবাহিকভাবে কোম্পানিটির শেয়ারের দাম কমে এখন তা ২৭.৫০ টাকা অবস্থান করছে। অর্থাৎ, দুই মাসে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম কমেছে ৯.৮০ টাকা বা ২৬.২৭ শতাংশ। এই দাম কমার কারণ জানতে চেয়েই ডিএসই কোম্পানিটিকে চিঠি পাঠায়।
তবে সাম্প্রতিক বাজার পতনে শুধু আইডিএলসি ফাইন্যান্স নয়, দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তাই অনেকের কাছে শুধু আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের (IDLC) শেয়ারের দাম কমার কারণ জানতে চাওয়া হাস্যকর মনে হতে পারে, তারপরও ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি(ডিএসই) কে ধন্যবাদ দেয়াই যায় যে দেরিতে হলেও দাম কমার ব্যাখ্যা চাওয়ার প্রচলন শুরু করল।