সিনেমা প্রেমীদের জন্য মহা সুখবর। পরিচালক জেমস ক্যামেরন জনপ্রিয় চলচ্চিত্র ‘অ্যাভাটার’ সিরিজের তিনটি চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে।
আসছে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। অ্যাভাটার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমার নাম অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ। আসবে ২০২৫ সালের ১৯ ডিসেম্বর। বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়েছেন ছবিটির পরিচালক জেমস ক্যামেরন।
জানা যায়, শেষ হয়েছের এর শুটিংও। দ্বিতীয় কিস্তি ‘দ্য ওয়ে অব ওয়াটার’র শুটিংয়ের পরই কাজ হাতে নিয়েছিলেন। ক্যামেরন জানিয়েছেন এই ছবিতে দ্বিতীয় পর্বের চেয়েও বেশি নৃশংসতা ও ক্ষমতার লড়াই দেখানো হবে।
জানা গেছে চতুর্থ ও পঞ্চম কিস্তির মুক্তির তারিখ। যথাক্রমে ২০২৯ সালের ২১ ডিসেম্বর এবং ২০৩১ সালের ১৯ ডিসেম্বর মুক্তি পাবে ছবি দুটি।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।