দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) মোট ১৭টি বিভাগে ৪৬টি তালিকাভুক্তসহ বিভিন্ন সংস্থা ও কোম্পানিকে আর্থিক প্যারামিটার এবং আর্থিক সূচকগুলোর ভিত্তিতে তাদের সেরা করপোরেট অনুশীলনের জন্য স্বীকৃতি দিয়েছে।
আইসিএমএবি সেরা করপোরেট পুরস্কারের বিজয়ী সংস্থা ও প্রতিষ্ঠানগুলোকে গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ এ তিনটি অবস্থানের প্রেক্ষিতে ট্রফি দ্বারা পুরস্কৃত করা হয়।
বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর প্রফেসর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে একটি জুরি বোর্ড, বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টির সভাপতি আনিস এ খান এবং ক্রেডিট রেটিং ইনফরমেশন এবং সার্ভিসেস লিমিটেডের নির্বাহী প্রেসিডেন্ট মুজাফফর আহমেদ বিজয়ীদের অনুমোদিত তালিকা পর্যালোচনা করেন। ইনস্টিটিউটের মূল্যায়ন দলের ৪৫ জন বিশেষজ্ঞ সদস্য পরে এই তালিকা মূল্যায়ন ও সুপারিশ করেন।
গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের গ্র্যান্ড বলরুমে বর্ণাঢ্য ও আনন্দমুখর অনুষ্ঠানের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী সংস্থাদের শীর্ষ কর্মকর্তাদের নিকট এ পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য উপদেষ্টা জনাব শেখ বশির উদ্দিন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাং সেলিম উদ্দিন, এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়, বাণিজ্য সংস্থা, নিয়ন্ত্রক সংস্থা, গণমাধ্যম ব্যক্তিত্ব, ইনস্টিটিউটের সদস্য, পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজয়ী প্রতিষ্ঠানগুলোর মাঝে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক (এসওসিবি) ক্যাটাগরিতে সোনালী ব্যাংক পিএলসি গোল্ড, রূপালী ব্যাংক পিএলসি সিলভার এবং অগ্রণী ব্যাংক পিএলসি ব্রোঞ্জ পুরস্কার লাভ করে।
প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক ক্যাটাগরিতে ব্র্যাক ব্যাংক পিএলসি গোল্ড, ইস্টার্ন ব্যাংক পিএলসি সিলভার এবং ডাচ বাংলা ব্যাংক পিএলসি ব্রোঞ্জ পুরস্কার লাভ করে।
এছাড়াও প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরিতে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি গোল্ড পুরষ্কার, নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন (এনবিএফআই) বিভাগে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি গোল্ড পুরস্কার, জেনারেল ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে সেনা ইন্স্যুরেন্স পিএলসি গোল্ড পুরস্কার, লাইফ ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গোল্ড পুরষ্কার, এনজিও ক্যাটাগরিতে ব্র্যাক গোল্ড পুরস্কার এবং আইটি অ্যান্ড টেলিকমিউনিকেশন ক্যাটাগরিতে গ্রামীণফোন লিমিটেড গোল্ড পুরস্কারে ভূষিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন করপোরেট অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান এবং ইনস্টিটিউটের সাবেক প্রেসিডেন্ট আরিফ খান এবং সভাপতির বক্তব্য রাখেন আইসিএমএবি প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ। দেশীয় ঐতিহ্যবাহী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে এবারের আসরের সমাপ্তি ঘটে।