আগামীকাল মঙ্গলবার ,২১ নভেম্বর,২০২৩ মার্কেন্টাইল ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে।বন্ডটি্র আগামীকাল ২১ নভেম্বর, লেনদেন শুরু হবে।
বন্ডটি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তে “N” ক্যাটাগরিতে লেনেদেন শুরু করবে। ডিএসইতে মার্কেন্টাইল ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের ট্রেডিং কোড হবে “MBPLCBOND”,বন্ডের স্ক্রিপ কোড হবে ২৬০১৪। বন্ডটি ডিএসইর কর্পোরেট বন্ড সেক্টরে লেনদেন করবে।