ঢাকা শেয়ার বাজার

২৪ সেপ্টেম্বর ২০২৫ বুধবার ৯ আশ্বিন ১৪৩২

আগামীকাল ২৯ আগস্ট থেকে দরপতনের ৩ শতাংশ সীমা থাকছে না

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

নতুন করে চার কোম্পানির ফ্লোর প্রাইস তুলে নেওয়ার সিদ্ধান্তের পাশাপাশি শেয়ারের দরপতনের ক্ষেত্রে বেঁধে দেওয়া সর্বোচ্চ শতাংশ সীমাও তুলে নেওয়া হয়েছে।

আজ বুধবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ৯১৬ তম কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) থেকে কোম্পানি চারটির উপর ফ্লোরপ্রাইস থাকবেনা। কোম্পানি চারটি হচ্ছেখুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (KPCL), শাহজিবাজারপাওয়ার কোম্পানি(SPCL), বিএসআরএম লিমিটেড(BSRMLTD) এবংমেঘনাপেট্রোলিয়াম লিমিটেড(MPETROL)

বাকী দুই কোম্পানি বেক্সিমকো লিমিটেড ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি  বিষয়েআজ কোনো সিদ্ধান্ত হয়নি। তাই এই দুই কোম্পানির উপর ফ্লোরপ্রাইস বহাল থাকবে।

 নতুন করে চার কোম্পানির ফ্লোর প্রাইস তুলে নেওয়ার সিদ্ধান্তের পাশাপাশি শেয়ারের দরপতনের ক্ষেত্রে বেঁধে দেওয়া সর্বোচ্চ শতাংশ সীমাও তুলে নেওয়া হয়েছে। শেয়ারের দামকমার ক্ষেত্রে শতাংশের বদলে আগের নিয়মে সার্কিট ব্রেকার বা নির্ধারিত মূল্যসীমা আরোপ হবে। অর্থাৎ দরপতনের ক্ষেত্রেও আগের স্বাভাবিক নিয়ম পুনর্বহাল হবে আগামীকাল বৃহস্পতিবার থেকে। তাতে শেয়ারবাজারে লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ারের দাম এক দিনে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত কমতে পারবে। আজ বুধবার পর্যন্ত তালিকাভুক্ত কোনো কোম্পানির শেয়ারের দাম শতাংশের বেশি কমার সুযোগ ছিল না।

উপরিউক্ত দামের হিসাবে সার্কিট নির্ধারিত হবে। 

শেয়ারবাজারের টানা পতন ঠেকাতে গত ২৫ এপ্রিল দরপতনের সর্বোচ্চ শতাংশ মূল্যসীমাবেঁধে দিয়েছিল বিএসইসি। ওই সময় বিএসইসির সংক্রান্ত আদেশে বলা হয়েছিল, তালিকাভুক্ত কোনো কোম্পানির শেয়ার মিউচুয়াল ফান্ডের দাম এক দিনে শতাংশের বেশি কমতে পারবে না। যদিও সাধারণ সার্কিট ব্রেকারের নিয়মে দাম ভেদে কোম্পানির শেয়ার মিউচুয়াল ফান্ডের সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত কমার সুযোগ ছিল। এখন শতাংশ সীমাবাতিল করে আগের মতো ১০ শতাংশ পর্যন্ত দরপতনের সার্কিট ব্রেকারের নিয়ম ফিরিয়ে আনা হয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।