উপসাগরীয় তিন দেশ সফরের অংশ হিসেবে সৌদি আরবে পৌঁছেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তার এই সফরে দুই দেশের একাধিক চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী আঙ্কারার কাছ থেকে ড্রোন কিনবে রিয়াদ।
তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবার উপসাগরীয় দেশগুলোর উদ্দেশে বেরিয়েছেন এরদোয়ান। দীর্ঘদিন তুরস্কের মুদ্রার পতন, অর্থনৈতিক সংকটের লাগাম টানা যাচ্ছে না। এ অবস্থায় তুরস্কে বিদেশি বিনিয়োগ বাড়াতে সোমবার সৌদিতে সফরে যান প্রেসিডেন্ট এরদোয়ান। তুর্কি বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য অনুযায়ী, সৌদিতে বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত আলোচনা এবং ফোরামে অংশ নিয়েছেন তিনি।
উভয় দেশ জ্বালানি, বিনিয়োগ এবং প্রতিরক্ষা শিল্পসহ কয়েকটি সেক্টরে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। সৌদি গেজেট জানিয়েছে, তুর্কি প্রতিরক্ষা সংস্থা বেকার এবং সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্বাক্ষরিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এরদোয়ান ও সৌদি যুবরাজ সালমান।
সৌদি প্রতিরক্ষামন্ত্রী আল সৌদ মঙ্গলবার টুইট বার্তায় জানান, সৌদির প্রতিরক্ষাব্যবস্থা আরও জোরদার করতে এবং সশস্ত্র বাহিনীর প্রস্তুতি বাড়াতে ড্রোন কেনা হবে।
কত টাকার চুক্তি হলো, এ বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি রিয়াদ। সোমবার ইস্তাম্বুল ছাড়ার আগে প্রেসিডেন্ট এরদোয়ান বলেছিলেন, ‘সফরের সময় আমাদের প্রাথমিক এজেন্ডা হবে আগামী দিনগুলোতে এই দেশগুলোর সঙ্গে যৌথ বিনিয়োগ এবং বাণিজ্যিক কার্যক্রম।’
সূত্র: আল জাজিরা
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।