আফগানিস্তানের বিপক্ষে যে ওয়ানডে নিয়ে প্রত্যাশা ছিল, সেখানেই হতাশ করেছে বাংলাদেশ। তবে রশিদদের প্রিয় ফরম্যাট টি-টোয়েন্টিতে সফরকারীরা বাংলাদেশের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। এখন স্বাগতিকদের সামনে সবচেয়ে দুর্বোধ্য ফরম্যাটে আজ জিতলেই আফগানদের বিপক্ষে প্রথম সিরিজ জয় হবে বাংলাদেশের। তাও আবার আফগানদের বিপক্ষে প্রথমবার।
আজ রবিবার সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের মিশন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। টি-স্পোর্টস ও গাজী টিভি দ্বিতীয় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

প্রথম ম্যাচটি জিতলেও তীরে এসে তরি ডোবার মতো অবস্থা হয়েছিল বাংলাদেশের। শেষ ওভারে দরকার ছিল ৬ রান। ওই ওভারেই হ্যাটট্রিক করে বাংলাদেশকে বিপদে ফেলে দিয়েছিলেন করিম জানাত। শেষ পর্যন্ত দুর্বোধ্য হয়ে ওঠা ম্যাচটা জেতা গেছে দুই উইকেট ও এক বল হাতে রেখে। এমন জয়ে দারুণ অবদান রেখেছেন তাওহীদ হৃদয়। দুর্দান্ত জয়ের পর বাংলাদেশ এখন মানসিকভাবেও ভীষণ চাঙা। শনিবার ম্যাচের আগের দিন পুরো দল নির্ভার হয়ে ঘুঁরে বেড়িয়েছে। বেশিরভাগ ক্রিকেটার সিলেটের দর্শনীয় জায়গা ঘুরতে গিয়েছিলেন। রবিবার তাই নির্ভার মনে আফগানদের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামছে বাংলাদেশ।
অথচ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টির অতীত রেকর্ড মোটেও ভালো নয়। এখন পর্যন্ত দলটির বিপক্ষে এই ফরম্যাটে কোনও সিরিজই জিততে পারেনি। আগের দুটি সিরিজের মধ্যে একটি সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়েছে। ঘরের মাঠের সিরিজটি ড্র করেছিল ১-১ ব্যবধানে। তবে এবারই প্রথম বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। শুধু কি তাই? রবিবার জিততে পারলে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেকর্ডও গড়বে তারা। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে শুধুমাত্র একবারই টানা তিনটি সিরিজ জয়ের নজির আছে বাংলাদেশের। ২০২১ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে হারিয়েছিল। এবার ইংল্যান্ড ও আয়ারল্যান্ডকে হারানোর পর বাংলাদেশের সামনে এখন আফগানিস্তান।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।