শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি ফাইন ফুডস লিমিটেডের (FINEFOODS) ৩০ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)আজ শুক্রবার অনুষ্ঠিত হবে ।
আজ শুক্রবার (২৭ ডিসেম্বর)সকাল ১১ টা ৪৫ মিনিটে হাইব্রিড মাধ্যমে কোম্পানির রেজিস্টার অফিস কটিয়াদী কিশোরগঞ্জে অনুষ্ঠিত হবে, কোম্পানির চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পরিচালক পর্ষদের সদস্যগনসহ বহু শেয়ারহোল্ডার স্বশরীরে ও অনলাইনে যোগ দিবেন।
সভায় শেয়ারহোল্ডাররা ৩০ জুন ২০২৪ সালে সমাপ্ত হিসাব বছরের জন্য পরিচালনা পর্ষদের সুপারিশ অনুযায়ী শুধুমাত্র কোম্পানির স্পনসর/পরিচালক ছাড়া সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ এবং অন্যান্য এজেন্ডা নিয়ে সভা আলোচনা ও ভোট প্রদান করবেন।
ফাইন ফুডস লিমিটেড ২০০২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৩ কোটি ৯৭ লাখটাকা। রিজার্ভে রয়েছে ১৩ কোটি ৯৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৩৯ লাখ ৭৩ হাজার ৯১৮। এর মধ্যে ১৫.২৫ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে।এছাড়া ২৭.২৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৫৭.৫১ শতাংশ শেয়ার সাধারণবিনিয়োগকারীদের হাতে রয়েছে।