আজ বুধবার (৭ই জুন) লাকী আখান্দের জন্মদিন। ১৯৫৬ সালের এই দিনে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন। অথচ তাকে ঘিরে আজ নেই কোনও আয়োজন। এমনকি সোশ্যাল মিডিয়ায়ও উল্লেখযোগ্য কাউকে স্মরণবার্তা দিতে দেখা যায়নি! সাধারণ মানুষ তো দূরের কথা, খোদ সংগীত মহলেই বিরাজ করছে নীরবতা!
কিন্তু কেন? যিনি বাংলা গানের জন্য উজাড় করে দিয়েছেন গোটা জীবন, মৃত্যুর আগে হাসপাতালের বেডে শুয়ে পর্যন্ত গিটারে সুর তুলেছেন, তিনি এত সহজেই বিস্মৃত হয়ে গেলেন! এর পেছনে একটি বিভ্রান্তির কথা শোনা যায়। তা হলো লাকী আখান্দের জন্মের তারিখ। বিভিন্ন স্থানে তার একাধিক জন্ম তারিখ উল্লেখ রয়েছে। যার কারণে বিভ্রান্তির সৃষ্টি।
তবে বছর ছয়েক আগেই লাকী আখান্দের জন্মদিন নিশ্চিত করেছেন তার কন্যা মাম্মিন্তি। ৭ জুনকেই তিনি তার বাবার জন্মদিন বলে জানিয়েছেন। সেই তথ্য হয়ত কেউ মনে রাখেনি কিংবা সুরের কিংবদন্তিকেই ভুলে গেছে বেমালুম!
লাকী আখান্দশুধু জন্মদিন নয়, লাকী আখান্দের নাম নিয়েও ছিল বিভ্রান্তি। কেননা তিনি নিজেই নাম পরিবর্তন করেছেন তিনবার। জন্মের পর তার নাম রাখা হয়েছিল এ টি আমিনুল হক। পরে অবশ্য তার মা এটি এম আমিনুল হাসান করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কাজ করেছেন তিনি। সে জন্য ধারন করেন ছদ্মনাম লাকী আনাম। মূলত পাকিস্তানি বাহিনীর আক্রোশ থেকে পরিবারকে নিরাপদ রাখতে তিনি ছদ্মনাম ধারণ করেছিলেন। এরপর দেশে ফিরে চূড়ান্তভাবে লাকী আখান্দ নাম রাখেন।
লাকী আখান্দের সুর করা গানের সংখ্যা দেড় হাজারের বেশি। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো— ‘এই নীল মনিহার’, ‘আমায় ডেকো না’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘মামনিয়া, ‘বিতৃষ্ণা জীবনে আমার’, ‘কী করে বললে তুমি’ ‘লিখতে পারি না কোনও গান, ‘ভালোবেসে চলে যেও না’ প্রভৃতি।
শেষ জীবনে দীর্ঘদিন ফুসফুস ক্যানসারে আক্রান্ত ছিলেন লাকী আখান্দ। এই রোগে ২০১৭ সালের ২১ এপ্রিল মারা যান তিনি।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।