দেশের শীর্ষস্থানীয় ব্র্যাক ব্যাংক নারায়ণগঞ্জে আদমজী ইপিজেডের বিনিয়োগকারীদের নিয়ে একটি বিশেষ ট্রেড সেমিনার করেছে । গত ৫ জুন আদমজী ইপিজেডে এ আয়োজন করা হয়।
আজ সোমবার (১০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন অফশোর ব্যাংকিং আইন ২০২৪ প্রণয়নের কারণে ব্যবসা-বাণিজ্যে সৃষ্ট সুযোগ-সুবিধা সম্পর্কে বিনিয়োগকারীদের জানানোর লক্ষ্যে এই সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে ব্র্যাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিনিয়োগকারীদের সামনে আন্তর্জাতিক বাণিজ্য ও বৈদেশিক মুদ্রার নানাবিধ সুযোগ-সুবিধা তুলে ধরেন।
সেমিনারে সম্প্রতি পাস হওয়া অফশোর ব্যাংকিং আইনের বিভিন্ন দিক তুলে ধরে এই আইনটি কীভাবে ইপিজেড ব্যবসায়কে আরও সমৃদ্ধ করতে পারে, সেসব বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘আধুনিক প্রযুক্তি এবং দক্ষ জনবল দ্বারা পরিচালিত টিমের মাধ্যমে ইপিজেড প্রতিষ্ঠানগুলোকে অফশোর ব্যাংকিং সেবা দিতে আমরা পুরোপুরি প্রস্তুত। এ ধরনের সেমিনার, নলেজ শেয়ারিং সেশন এবং পারস্পরিক সহযোগিতা দেশের রফতানিমুখী শিল্প এবং অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সহায়তা করবে। আমাদের লক্ষ্য হলো, আমাদের গ্রাহকদের ব্যবসায়িক সমৃদ্ধিতে সহায়তা করা।’
সেমিনারে আরও ছিলেন– আদমজী ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ সিদ্দিক, ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস মো. শাহীন ইকবাল, হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিমসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।