গত মঙ্গলবার আবারও দেশে ১৯০০ মেট্রিক টন আলু বেনাপোল বন্দরে আমদানি করা হয়েছে। ভারতের পাঞ্জাবের কারতারপুর থেকে একটি মালবাহী ট্রেনে করে আমদানি করা হয়।
গতকাল বুধবার সকালে যশোরের নওয়াপাড়ায় আলু ট্রেন থেকে আনলোড করা হয়েছে। এর আগে গত ৯ ডিসেম্বর ট্রেনের মাধ্যমে বেনাপোল বন্দরে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি হয়েছিল।
বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, “মঙ্গলবার বিকেলে ৪২টি ওয়াগানে ১৯০০ মেট্রিক টন গোল আলু আমদানি হয়েছে। কাস্টমসের কার্যক্রম সম্পন্ন হওয়ার পর রাত ৯টার দিকে আলু বোঝাই ট্রেনটি নওয়াপাড়ার উদ্দেশ্যে চলে গেছে। আজ বুধবার সেখানে আনলোড করা হচ্ছে।”
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।