ঢাকা শেয়ার বাজার

১ নভেম্বর ২০২৫ শনিবার ১৬ কার্তিক ১৪৩২

আরাকান আর্মির আরও দুটি ঘাঁটি দখল করলো

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

গতকাল মঙ্গলবার (৬ই ফেব্রুয়ারি) মিয়ানমারের গণমাধ্যম দ্য ইরাবতি এক প্রতিবেদনে  জনিয়েছে যে, জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) মিয়ানমারের রাখাইন রাজ্যে আরও দুটি সামরিক ঘাঁটি দখলের দাবি করেছে।

আরাকান আর্মি বলেছে, তারা সোমবার (৫ই ফেব্রুয়ারি) সকালে ম্রাউক-উ টাউনশিপে বেশ কয়েক দিন লড়াইয়ের পর লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন (এলআইবি) ৩৭৮ -কে পরাজিত করে তাদের সদর দফতর দখল করেছে।

এরপর তারা ওই ঘাঁটির সংলগ্ন এলআইবি ৫৪০- এর সদর দফতর দখল করে এবং টাউনশিপে এলআইবি ৩৭৭ ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে এএ।

এএ আরও জানিয়েছে, এ তিনটি ব্যাটালিয়ন ম্রাউক-উ রাজ্যের ঐতিহাসিক রাজধানী ম্রাউক-উ’র প্রত্নতাত্ত্বিক জাদুঘর, শহরের আবাসিক এলাকা এবং আশেপাশের গ্রামগুলোতে গোলাবর্ষণ করেছে।

আরাকান আর্মি বলেছে, তারা গত ২রা ফেব্রুয়ারি কিউকতাউ টাউনশিপের এলআইবি ৩৭৬-এর সদর দফতর দখল করে। এ ছাড়াও তারা মিনিবয়া, কিউকতাউ ও ম্রাউক-উ এর অন্যান্য জান্তা ঘাঁটিগুলোতে হামলা করছে। এছাড়াও রাথেদাউং, পোন্নাগিউন, রামরি এবং অ্যান শহরে লড়াই অব্যাহত আছে।

এএ মংডু টাউনশিপের বাংলাদেশি সীমান্তে টাং পিয়োতে ফাঁড়িতে হামলা করছে। গতকাল মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশে ২৬৪ জন সেনা পালিয়ে গেছে।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।