পুঁজিবাজারে এসএমই খাতে তালিকাভুক্ত আল–মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড সর্বশেষ সমাপ্ত ২০২৪–২৫ হিসাব বছরের জন্য মোট ১৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণাকরেছে। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১৩ শতাংশ ও উদ্যোক্তা পরিচালকদের জন্য ১ শতাংশ লভ্যাংশ রয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে সমাপ্ত ২০২৪–২৫ হিসাব বছরে আল–মদিনা ফার্মার শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮৭ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষেকোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৬১ পয়সা(পুনর্মূ্ল্যায়িত)।
এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী৩০ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ–সংক্রান্তরেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ নভেম্বর।