ইদানীং শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির মালিক তাদের হোল্ডিংকৃত শেয়ার উপহার হিসাবে হস্তান্তর করছেন নিজের কাছের লোকদের। বিষয়টি খতিয়ে দেখা দরকার।
এভাবে নিজের লোকজনকে (সাধারণ হোল্ডারদের) শেয়ার হস্তান্তর করে মালিক পক্ষের শেয়ার বিক্রির উদ্দেশ্য কিনা এটা তদারকি করা উচিত বাজারের স্বার্থে।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ইতিপূর্বে অনেক কোম্পানির মালিকপক্ষ এভাবে শেয়ার উপহার হিসেবে শেয়ার হস্তান্তর করে মূলত শেয়ার বিক্রির উদ্দেশ্যে।
কখনো কখনো মালিকপক্ষ এভাবে বিভিন্ন বাজার ম্যানুপুলেটকারীদেরকে শেয়ার দেযার জন্যে ও উপহার হিসেবে শেয়ার হস্তান্তর থাকেন। কেননা মালিকপক্ষ শেয়ার ঘোষণা ছাড়া বিক্রি করতে পারেনা। তাই তারা শেয়ার বিক্রির উদ্দেশ্যে উপহার হিসাবে শেয়ার হস্তান্তর করে থাকেন পরিবারের সদস্যদের মাঝে।
আজ সোমবার (৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে।শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা আবদুল হালিম তাঁর ছেলে আবদুল হাকিমকে ব্যাংকটির ২ কোটি ৬২ লাখ ৮৫ হাজার ৬৭৩ শেয়ার উপহার দেবেন। আজ শাহজালাল ইসলামী ব্যাংকের প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ১৮ টাকা ৫০ পয়সা। সেই হিসেবে ২ কোটি ৬২ লাখ ৮৫ হাজার ৬৭৩ শেয়ারের বাজার মূল্য দাঁড়ায় প্রায় ৪৯ কোটি টাকা।
সূত্র অনুসারে, আবদুল হালিম শাহজালাল ইসলামী ব্যাংকের একজন উদ্যোক্তা। তবে তিনি ব্যাংকটির বর্তমান পরিচালনা পর্ষদে নেই। এমনকি তাঁর ছেলে আবদুল হাকিমও ব্যাংক পরিচালনার সঙ্গে যুক্ত নন। আবদুল হাকিম ব্যাংকটির একজন সাধারণ শেয়ারধারী।।
জানা গেছে চলতি মাসের মধ্যে এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে উপহারের এই শেয়ার হস্তান্তর সম্পন্ন করা হবে।
শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা আবদুল হালিম তাঁর ছেলেকে যে পরিমাণ শেয়ার উপহার দিচ্ছেন তা ব্যাংকটির মোট শেয়ারের প্রায় ২.০৩ শতাংশের বেশি। ধারণা করা যাচ্ছে , উপহারের এই শেয়ার নিয়েই আবদুল হাকিম চাইলে ব্যাংকটির পরিচালক হতে পারবেন ভবিষ্যতে। কারণ, উপহারের এই শেয়ারে তিনি ন্যূনতম শেয়ার ধারণের শর্ত পূরণ করবেন।যে কারণে হইতবা ব্যাংকের পরিচালক করতেই বাবার পক্ষ থেকে এই শেয়ার উপহার দেওয়া হচ্ছে ছেলেকে।
উল্লেখ্য শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের(বিএসইসি) নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত কোনো কোম্পানির পরিচালক হতে হলে ওই পরিচালকের হাতে কোম্পানিটির ন্যূনতম দুই শতাংশ শেয়ার থাকা বাধ্যতামূলক।
এছাড়াও গতকাল আরও একটা ব্যাংকের পরিচালক ৩ কোটি ১৩ লাখ শেয়ার উপহার দেবেন তাঁর মাকে জানা গেছে।
মির্জা আব্বাসের ছেলে ঢাকা ব্যাংকের ৩ কোটি ১৩ লাখ শেয়ার উপহার দেবেন তাঁর মাকে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়, ব্যাংকটির অনুমোদিতমূলধন ১৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ১১২ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা।রিজার্ভে রয়েছে ১ হাজার ২৩৪ কোটি ৯ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১১ কোটি ২৯ লাখ ৬৮ হাজার ৩৫১। এর মধ্যে ৪১.৩৬ শতাংশ শেয়ারই রয়েছে উদ্যোক্তাপরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২ীডেশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ০.০১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৩.১৪ শতাংশ শেয়ার রয়েছে।