পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্সুরেন্স খাতের ২ টি কোম্পানির আজ রবিবার, ১৮ ই জুন,২০২৩ স্পট মার্কেটে লেনদেন হবে।কোম্পানি দুটি হলোঃ বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড (BGIC ) ও প্রবাতী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড(PROVATIINS)
বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড (BGIC):
আজ রবিবার ১৮ ই জুন ২০২৩, স্পটে মার্কেটে লেনদেন শুরু হবে। চলবে ১৮ ই জুন পর্যন্ত।
আগামি মঙ্গলবার ২০ ই জুন ২০২৩ কোম্পানিটির রেকর্ড ডেট। কোম্পানিটি এ বছর ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
প্রবাতী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড(PROVATIINS):
আজ রবিবার ১৮ ই জুন স্পট মার্কেটে শেষ লেনদেন হবে, আগামীকাল সোমবার, ১৯শে, জুন,২০২৩ কোম্পানিটির রেকর্ড ডেট।কোম্পানিটি এ বছর ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।