শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (ISLAMIBANK) একই দিন লভ্যাংশ ও প্রথম প্রান্তিক ইপিএস ঘোষণা করবে।
ব্যাংকটি আগামি ২৪ শে এপ্রিল ২০২৪, বেলা ৩ টায় লভ্যাংশ ও প্রথম প্রান্তিক ইপিএস ঘোষণার তারিখ জানিয়েছে।
গত বছর কোম্পানিটি মোট ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।