শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি ইস্টার্ণ লুব্রিকেন্টস ব্রেন্ডার্স লিমিটেডের (EASTRNLUB) চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (অক্টোবর ২০২৪-ডিসেম্বর ২০২৪) ও (জুলাই ২০২৪-ডিসেম্বর ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ ২৯শে জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।
২য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩ মাসে (অক্টোবর ২০২৪-ডিসেম্বর ২০২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১১.৪৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় ছিল ৩.৩০ টাকা। গত ৩ মাসে কোম্পানিটির আয় আগের চেয়ে বেড়েছে ২৪৭ শতাংশ ।
অপরদিকে ৬ মাসে (জুলাই ২০২৪-ডিসেম্বর ২০২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৭.৫৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৫.৪৭ টাকা। গত ৬ মাসে কোম্পানিটির আয় আগের চেয়ে বেড়েছে ২২১ শতাংশ ।
গত ৩১শে ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ২০৮.৪৬ টাকা।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।