ঢাকা শেয়ার বাজার

১৮ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার ৩ পৌষ ১৪৩২

ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন নম্বর ক্লোন, লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন নম্বর ক্লোন করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ইমরান হোসেন হীরা নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বলছে, এর আগে বিভিন্ন প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়ে কারাগারে থাকার সময়ই অন্য কয়েদিদের কাছ থেকে ফোন নম্বর ক্লোনিং করা শেখেন হীরা।

সেই শিক্ষা নিয়ে কারাগার থেকে বের হয়ে ডিএমপিসহ দেশের বিভিন্ন জেলার ডিসি-এসপি ও চেয়ারম্যানদের মোবাইল নম্বর ক্লোন করে নানা অনৈতিক তদবির করে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা।

 

পুলিশের এ কর্মকর্তা জানান, হীরার পড়াশোনা মাত্র দশম শ্রেণি পর্যন্ত, কিন্তু প্রযুক্তিবিদ্যায় অত্যন্ত পারদর্শী। তিনি যে কারও মোবাইল নম্বর ক্লোন করতে পারেন। তবে সবারটা করেন না। ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন জেলার পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যানদের নম্বর ক্লোন করাই তার পেশা।

ডিএমপির এক অতিরিক্ত কমিশনারের সরকারি নম্বর ক্লোন করার মামলায় তাকে গ্রেফতার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নম্বর ক্লোন করে তিনি থানার ওসি, এসআইকে ফোন দিয়ে আসামি ছাড়ার জন্য তদবির করতেন৷ ইউএনওদের নম্বর ক্লোন করে জনপ্রতিনিধিদের কাছ থেকে বিভিন্ন কাজের কথা বলে টাকা হাতিয়ে নিতেন বলেও জানান তিনি।

হারুন অর রশিদ বলেন, পুলিশ সুপার বা অতিরিক্ত কমিশনারের ফোন নম্বরের আগে কান্ট্রি কোড +৮৮ এর জায়গায় প্রতারক হীরার ক্লোন করা নম্বরে থাকে +৩৮। এই বিষয়টি অনেকেই খেয়াল করেন না। আর বিশেষ অ্যাপসের মাধ্যমে নম্বরগুলো ক্লোন করা হয় আর সরকারি নম্বর ক্লোন করে হীরা লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

এ ধরনের নম্বর ক্লোনিংয়ের ঘটনা প্রায়ই ঘটছে তবে ডিবি প্রধান জানিয়েছেন, যে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে নম্বর ক্লোন করা হচ্ছে সেগুলো চিহ্নিত করা গেছে।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।