ঢাকা শেয়ার বাজার

৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার ২২ মাঘ ১৪৩১

ঋণমান কমিয়ে বি-২-তে নামাল মুডিস

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

আন্তর্জাতিক ঋণমান সংস্থা মুডি’স দেশের বেসরকারি খাতের ছয়টি ভালো ব্যাংকের দীর্ঘমেয়াদি আমানতের পূর্বাভাস স্থিতিশীল থেকে নেতিবাচক করে দিয়েছে।

ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠানটির সিঙ্গাপুর অফিস থেকে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ ব্যাংকগুলো হলো ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ্ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মার্কেন্টাইল ও প্রিমিয়ার ব্যাংক। এর মধ্যে ব্র্যাক ব্যাংকের দীর্ঘমেয়াদি স্থানীয় ও বৈদেশিক মুদ্রার আমানত রেটিং বি–১ থেকে বি–২ অবনমন করা হয়েছে।

আর মার্কেন্টাইল ও প্রিমিয়ার ব্যাংকের রেটিং এক ধাপ অবনমন ঘটিয়ে বি–২ থেকে বি–৩ এ নামিয়ে দেওয়া হয়েছে।

তবে বি–২রেটিং অপরিবর্তিত রাখা হয়েছে সিটি, ডাচ্ বাংলা ও ইস্টার্ন ব্যাংকের ক্ষেত্রে।

বাংলাদেশের রেটিং কমানো প্রসঙ্গে সংস্থাটি বলছে, সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার পর সরকার পরিবর্তনের ফলে উচ্চ রাজনৈতিক ঝুঁকি, নিম্ন প্রবৃদ্ধি সরকারের তারল্যের ঝুঁকি, বৈশ্বিক ভঙ্গুরতা এবং ব্যাংকিং খাতের ঝুঁকি বাড়িয়েছে।

মুডিস আরো বলছে, চলমান রাজনৈতিক অনিশ্চয়তা এবং দুর্বল প্রবৃদ্ধি বাংলাদেশকে ঘাটতি পূরণের জন্য স্বল্পমেয়াদী অভ্যন্তরীণ ঋণের ওপর ক্রমশ নির্ভরশীল করছে এবং এর ফলে তারল্য ঝুঁকি বাড়ছে।

প্রতিবেদনে বলা হয় রেমিট্যান্স প্রবাহ এবং উন্নয়ন অংশীদারদের কাছ থেকে পাওয়া ঋণের পরিমাণ বাড়লেও, গত কয়েক বছরে রিজার্ভের স্থিতিশীলতা কমায় বাহ্যিক কিছু আশঙ্কার ঝুঁকি রয়ে গেছে।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বিক্ষোভ ও আইনশৃংখলা পরিস্থিতি খারাপ হওয়ায় দেশের ভেতরে চাহিদা-সরবরাহ চেইন বিঘ্নিত হওয়ায় এই ঝুঁকিগুলো তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে রপ্তানিখাতে এবং এতে তৈরি পোশাক খাতে সম্ভাবনা কমে গেছে।

মুডিস বলছে, অন্তর্বর্তীকালীন সরকার বিশদ সংস্কারের এজেন্ডা নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ, যদিও তারা তা কার্যকর করতে পারবে কি না, তা অনিশ্চিত।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।