দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিকল্প বাজার প্ল্যাটফর্মে (অলটারনেটিভ ট্রেডিং বোর্ড বা এটিবি) তালিকাভুক্ত হয়েছে রেনাটা প্রেফারেন্স বা অগ্রাধিকারমূলক শেয়ার। গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে শেয়ারটি এটিবিতে তালিকাভুক্ত হয়। এ উপলক্ষে ডিএসইর পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, এটিবিতে তালিকাভুক্ত হলেও আগামী এক বছর এই শেয়ারের কোনো লেনদেন হবে না। কারণ, রেনাটার প্রেফারেন্স শেয়ারের ওপর এক বছরের বিক্রয় নিষেধাজ্ঞা বা লগইন আরোপ রয়েছে। ছয় বছর মেয়াদি এই প্রেফারেন্স শেয়ার মেয়াদ শেষে পুরোপুরি শেয়ারে রূপান্তর হবে। প্রথম দুই বছর কোনো শেয়ারের কোনো ধরনের রূপান্তর হবে না। তৃতীয় বছর থেকে ২৫ শতাংশ করে সাধারণ শেয়ারে রূপান্তর হবে। রূপান্তর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৭৫ টাকা।
কোম্পানি সূত্রে জানা যায়, রেনাটা প্রায় সাড়ে ৩২ কোটি প্রেফারেন্স শেয়ার ছেড়ে ৩২৫ কোটি টাকা সংগ্রহ করেছে। তার মধ্যে ৩০১ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে রেনাটা বিদ্যমান সাধারণ শেয়ারধারীদের কাছ থেকে। বাকি ২৪ কোটি টাকা প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। প্রতিটি প্রেফারেন্স শেয়ার বিক্রি করা হয়েছে ১০ টাকা অভিহিত মূল্যে। এই প্রেফারেন্স শেয়ারের প্রতিটি লটে ছিল ১৯০টি শেয়ার। নিয়ম অনুযায়ী, এসব প্রেফারেন্স শেয়ারের এক বছরের লগইন থাকায় আগামী এক বছর শেয়ারবাজারে এই শেয়ারের কোনো লেনদেন হবে না। এক বছর পর লেনদেন শুরু হবে, সে ক্ষেত্রে প্রতিটি প্রেফারেন্স শেয়ারের বাজারমূল্য হবে ১ হাজার ৯০০ টাকা।
ডিএসইর পক্ষ থেকে জানানো হয়, এই প্রেফারেন্স শেয়ারের সুদহার নির্ধারণ করা হয়েছে ১৫ শতাংশ। এরপর তৃতীয় বছর থেকে ২৫ শতাংশ করে শেয়ার সাধারণ শেয়ারে রূপান্তর হবে। ফলে তৃতীয় বছর শেষে শেয়ারধারীরা তাঁদের হাতে থাকা ৭৫ শতাংশ প্রেফারেন্স শেয়ারের বিপরীতে নির্ধারিত হারে সুদ বা মুনাফা পাবেন। বাকি ২৫ শতাংশ প্রেফারেন্স শেয়ার সাধারণ শেয়ারে রূপান্তর হওয়ার পর বাজারমূল্যে তা বিক্রির সুযোগ থাকবে।
রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে ডিএসই কার্যালয়ে গতকাল সোমবার ওষুধ কোম্পানি রেনাটার প্রেফারেন্স শেয়ারের লেনদেন চালু উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক বা এমডি মোহাম্মদ আসাদুর রহমান ও রেনাটার এমডি সৈয়দ এস কায়সার কবির। কায়সার কবির বাংলাদেশ ওষুধ শিল্প সমিতিরও সহসভাপতি।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।