ভ্যাটের আওতা বাড়াতে চলতি ডিসেম্বরজুড়ে বিশেষ নিবন্ধন অভিযান চালাচ্ছে এনবিআর। লক্ষ্য- আরও ১ লাখ নিবন্ধন এবং এক-ক্লিক ভ্যাট রিটার্ন ব্যবস্থা চালু।
ভ্যাটের আওতা বাড়াতে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী বিশেষ নিবন্ধন অভিযান পরিচালনা করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী বছরের মধ্যে নিবন্ধন ৩০ থেকে ৪০ লাখে উন্নীত করতে চায় সংস্থাটি। এ ছাড়া ভ্যাট পদ্ধতি সহজ করতে এক ক্লিকেই ভ্যাট রিটার্ন দেওয়ার পদ্ধতি চালু করবে এনবিআর।
বর্তমানে দেশে প্রায় ৬ লাখ ৪৪ হাজার নিবন্ধিত ভ্যাটদাতা প্রতিষ্ঠান রয়েছে। তবে ব্যবসা প্রতিষ্ঠানের সিংহভাগ এখনও নিবন্ধনের বাইরে রয়েছে। তাই ভ্যাট নিবন্ধন আরও ৪০ লাখে উন্নীত করার পরিকল্পনা করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
আরও পড়ুন– জাতীয় ভ্যাট দিবস
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, ভ্যাটের আওতা ও সচেতনতা বাড়াতে দেশব্যাপী ভ্যাট সপ্তাহ ও দিবস পালন করছে এনবিআর। এ সময়ের মধ্য আরও এক লাখ নিবন্ধন শেষ করতে চায় এনবিআর।
আরও পড়ুন– ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন এনবিআরের
ভ্যাট কনসালট্যান্ট সভাপতি হাসানুল ইসলাম টিপু বলেন, ভ্যাট দান পদ্ধতি সহজ করতে এক ক্লিকেই ভ্যাট দেওয়ার পদ্ধতি চালুর পরিকল্পনাও রয়েছে এনবিআরের। এরইমধ্যে ব্যবসায়ীদের ১৪০০ কোটি টাকার বেশি আটকে থাকা ভ্যাট রিফান্ড অনলাইনে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজস্ব বোর্ড। এতে হয়রানি কমার পাশাপাশি সেবার মানও উন্নত হবে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।