শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ারজেনারেশন পিএলসির(EPGL) পর্ষদ জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তেবিনিয়োগকারীদের অনুমোদন নিতে সাধারণ সভা আয়োজন করবে কোম্পানিটি। ঢাকা স্টকএক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে ঢাকার তেজগাঁও এলাকায় ১৬ দশমিক ৫০ ডেসিমেল (১০ কাঠা) জমি বিক্রিকরবে এনার্জিপ্যাক পাওয়ার। এ জমি এনার্জিপ্যাক ফ্যাশন লিমিটেডের অনুকূলে বিক্রি করা হবে।কেন জমি বিক্রি করবে জানায়নি সেই বিষয় জানায়নি কোম্পানিটি।
আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি ২০২৫–২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে(জুলাই–সেপ্টেম্বর) এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩.০৮ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১.৮৫ টাকা । ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষেকোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯.৮৬ টাকা(পুনর্মূল্যায়িত)।
কোম্পানিটি জানিয়েছে, গত বছরের তুলনায় আর্থিক খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি সুদহারবৃদ্ধির ফলে প্রথম প্রান্তিকে লোকসান বেড়েছে।
সর্বশেষ সমাপ্ত ২০২৪–২৫ হিসাব বছরে শুধু সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে এনার্জিপ্যাকপাওয়ারের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫.৫০ টাকা ।
উল্লেখ্য কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়ে টাকা সংগ্রহ করে কোম্পানির উন্নয়ন করলেও শেয়ারহোল্ডারদের ঠকিয়ে যাচ্ছে যেন।আইপিওতে আসার সময় ভালো মৌলভিত্তির কোম্পানি পরিচয়ে আসলেও দিনে দিনে যেন কোম্পানির রুগ্ন অবস্থা জেগে উঠছে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।