ঢাকা শেয়ার বাজার

২৪ সেপ্টেম্বর ২০২৫ বুধবার ৯ আশ্বিন ১৪৩২

এমটিএফই প্রতারণার নতুন ফাঁদ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

ইদানীং মানুষের মধ্যে দ্রত বড়লোক হওয়া, দ্রত টাকা কামানো এবং অল্প কস্টে টাকা কামানো এই বিষয়গুলো ব্যাপক ভাবে মানুষের মনে গেঁথে গিয়েছে। স্বপ্ন সত্যি করতে এক এক সময় এক একটি এমএলএম ব্যবসা বিদেশি অ্যাপসের ফাঁদে অনলাইনে বিনিয়োগ করে সর্বস্বান্ত হচ্ছেন হাজারো মানুষ।

এই তো করোনা পরবর্তী সময়ে ইভ্যালিতে বিনিয়োগ করে লাখ লাখ মানুষ সর্বশান্ত হয়েছিল। এর আগে ডেসটিনি তে বিনিয়োগ করেও সর্বশান্ত হয়েছিল লাখ লাখ মানুষ।

পূর্বের ডেসটিনির মতো কার্যক্রম নিয়ে হাজির হয়ে বর্তমানে আলোচিত বিদেশি অনলাইন এপস MTFE, ডেসটিনির মতো MTFE আছে এজেন্ট বা প্রতিনিধি সিস্টেম। এই এজেন্টরা বাড়িয়ে তুলছেন সদস্য। ইতিমধ্যেই এজেন্ট হিসাবে কাজ করে কোন কোন এজেন্ট লাখ লাখ টাকা কামিয়েছেন, এই লাখ লাখ টাকার গল্প মানুষের মুখে মুখে।

ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন শহরে MTFE এর মাধ্যমে টাকা কামানোর গল্পের পাশাপাশি প্রতারণার খবর পাওয়া যাচ্ছে।

ফেসবুকের নিউজ ফিডে বিভিন্ন বিদেশি অ্যাপসের লোভনীয় মুনাফার বিজ্ঞাপন প্রচার হচ্ছে। এর মধ্যে শিক্ষিত লোকজনের বর্তমানে আগ্রহের শীর্ষে রয়েছে  এমটিএফই (MTFE) নামের একটি বিদেশি অ্যাপস। এই অ্যাপসে টাকা বিনিয়োগ করলে দ্রুত টাকা ২গুন গুন হওয়ার স্বপ্ন দেখিয়ে, বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে অনলাইন প্রচার চালাচ্ছে কিছু শিক্ষিত এক্সপার্ট লোকজন।

এই অ্যাপসের হেল্প অফিসও খোলা হয়েছে বাংলাদেশের বিভিন্ন শহরে, অফিসের মাধ্যমে লোকজনকে ট্রেনিং করাচ্ছেন এপ্সের ইনকামের পথ নিয়ে দিক নির্দেশনা দিচ্ছেন। ইনকামের এত সহজ সুযোগ হাতছাড়া করতে চাচ্ছেন না ট্রেনিং করা লোকজন।

ইতিমধ্যেই লাখ লাখ মানুষ অ্যাকাউন্ট খুলে অ্যাপসটিতে ইতোমধ্যে টাকা বিনিয়োগ করেছেন কিছু না বুঝেই। বিনিয়োগকারীরা টাকা দিচ্ছেন ইউএস ডলারের হিসাবে। এসবটাকা সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে বিদেশে, যেখান থেকে অ্যাপসটি পরিচালনা করা হচ্ছে। কমপক্ষে ৫০০ ডলার (৫০/৫৫ হাজার টাকা)

বিনিয়োগ করলে দিনশেষে পাঁচ হাজার টাকা লাভ আসবে। এই কল্পিত মুনাফার লোভে শতশত মানুষ বিনিয়োগ করছেন। অনেকেই গয়নাগাটি মূল্যবান সামগ্রী বন্ধক রেখেও বিনিয়োগ করছেন।

MTFE এমটিএফই অ্যাপসকে ফেইসবুকের মাধ্যমে প্রচারকারী একজন এজেন্টের  প্রতিনিধির  সাথে কথা বলে এপ্স নিয়ে জানতে চাইলে সাইফ নামে একজন লোক বলেন, আমার মাধ্যমে যদি কেউ অ্যাপসে বিনিয়োগ করে তাহলে কিছু কমিশন আমার অ্যাকাউন্টেজমা হয়। (তার মানে উনি একজন এজেন্ট) লোকটি জানালেন যদি আমি ১০০ জনকে বিনিয়োগ করাতে পারি তাহলে আমি MTFE কর্তৃপক্ষের অফিস পাব পদ বাড়বে।

তবে কোন কারণে অ্যাপস বন্ধ হয়ে গেলে দায়ভার তিনি নেবেন না বলে জানান। তিনি ঢাকা শেয়ার বাজার ডট কম প্রতিনিধিকে আরও জানান, বাংলাদেশে এমটিএফই অ্যাপসের বেশ কয়েকজন নির্বাহী আছেন। ফেসবুকের বিজ্ঞাপন দেয়া অন্য একজন MTFE অ্যাপসের প্রতিনিধি দাবিকারী একজনের সাথে এপ্সের ভালো মন্দ বিষয় বলেন। কাউকে জোর করে বিনিয়োগ করানো হচ্ছে না।

অ্যাপস বন্ধ হলে তারা কোনো দায়ভার নেবেন না বলেও জানান। ঢাকা শেয়ার বাজার ডট কমের ফোন নাম্বারের ফোন করে কয়েকজন MTFE এর বিনিয়োগকারী জানান , তারা MTFE বিনিয়োগ করে প্রথম দিকে কয়েক বার কিছু টাকা পান। এরপর তারা যে এপ্সের এর মাধ্যমে ট্রেড করতেন সেই অ্যাপসটি বন্ধ হয়ে যায়।

এমটিএফই  (MTFE) : প্রতারণার নতুন ফাঁদ, লোভে পরে সব হারানোর আগে আমাদের সতর্কহতে হবে।

সাম্প্রতিক সময়ে দেশের শেয়ার বাজারে স্থবিরতা থাকায় এই খাতের ব্যবসা করা বহু ফান্ড MTFE এপ্সের মাধ্যমে বিনিয়োগ হয়েছে বলে জানা গিয়েছে। বিষয়টি খুবই দুখঃজনক ব্যাপার । শেয়ার বাজারে বুঝেশুনে বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা ডিভিডেন্ড গেইন ও ক্ক্যাপিটাল গেইন পান। তাছাড়া যেকোন সময় শেয়ার বিক্রি করতে পারবেন। কিন্তু বিদেশি এই অনুমোদনহীন অ্যাপসে  বিনিয়োগ করে ভবিষ্যতে কি পরিমান বিপদে পরবেন যা অনুমানের বাইরে ।

 

আসলে বাংলাদেশে এই জাতীয় অ্যাপসের কোনো অনুমোদন নেই। এসব অ্যাপসের মাধ্যমে টাকা বিদেশে পাচার হচ্ছে। কারও ধোঁকায় না পড়ে বিদেশি অ্যাপসে বিনিয়োগ করার আগে সতর্ক হতে হবে আমাদের। এই জাতের অ্যাপসের মাধ্যমে ব্যবসা করা বাংলাদেশের আইন অনুযায়ী নিষিদ্ধ ।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।