ঢাকা শেয়ার বাজার

২৪ সেপ্টেম্বর ২০২৫ বুধবার ৯ আশ্বিন ১৪৩২

কর কার্ড পেল শেয়ার মার্কেটে তালিকাভুক্ত ১৭ টি প্রতিষ্ঠান

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

জাতীয় পর্যায়ে সেরা করদাতা হিসেবে ২০২২/২৩ অর্থবছরে ১৪১ ব্যক্তি প্রতিষ্ঠানকে করকার্ড দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর মধ্যে ব্যক্তি রয়েছেন ৭৬ জন; বাকি ৬৫টি প্রতিষ্ঠান।আজ বুধবার (২০ ডিসেম্বর ) রাজধানীর  বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেরা করদাতা ব্যক্তি তাঁদের প্রতিনিধি এবং প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের হাতে কর কার্ড সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়, এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে এই অনুষ্ঠান হয়। এতে বক্তব্য দেন অর্থসচিব খায়েরুজ্জামান চৌধুরী, এনবিআর সদস্য সৈয়দ মোহাম্মদ আবু দাউদসহ আরও অনেকে।

একই অনুষ্ঠানে ঢাকা বিভাগের সিটি করপোরেশন জেলা পর্যায়ে তিনজন সর্বোচ্চ করদাতা, দুজন দীর্ঘ সময় ধরে কর প্রদানকারী এবং একজন করে নারী তরুণ করদাতাকে সম্মাননা হিসেবে সনদ ক্রেস্ট তুলে দেওয়া হয়। বছর জেলা পর্যায়ে সব মিলিয়ে ৫২৫ করদাতাকে সম্মাননা দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন কর অঞ্চল থেকে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।

শেয়ার মার্কেটে তালিকাভুক্ত ১৭ টি প্রতিষ্ঠান যারা কর কার্ড পেলঃ

ব্যাংক খাত থেকে পেয়েছে টি : ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ডাচ্বাংলা ব্যাংক ইস্টার্ণ ব্যাংক।

ব্যাংকিং আর্থিক খাত থেকে পেয়েছে টি : আইডিএলসি ফাইন্যান্স ডিবিএইচফাইন্যান্স।


টেলিকমিউনিকেশন খাত থেকে পেয়েছে টি : গ্রামীণফোন।

প্রকৌশল খাত থেকে পেয়েছে টি : বিএসআরএম স্টিলস বাংলাদেশ স্টিল রিরোলিংমিলস (বিএসআরএম)

খাদ্য আনুষঙ্গিক খাত থেকে পেয়েছে টি : এমসিএল প্রাণ অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।


জ্বালানি খাত থেকে পেয়েছে টি : তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন


স্পিনিং টেক্সটাইল খাত থেকে পেয়েছে টি : স্কয়ার টেক্সটাইলস লিমিটেড।

ওষুধ রসায়ন খাত থেকে পেয়েছে টি : স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

চামড়াশিল্প খাত থেকে পেয়েছে টি : বাটা শু কোম্পানি লিমিটেড এপেক্স ফুটওয়্যারলিমিটেড।

অন্যান্য ক্যাটাগরিতে টি : ব্রিটিশআমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি

এই বছর কর কার্ডধারীরা বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রীয় সুবিধা অগ্রাধিকার পাবেন। যেমন বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ ব্যবহার; তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিং; নিজে, স্ত্রী বা স্বামীর নির্ভরশীল সন্তানের জন্য সরকারি হাসপাতালে কেবিন; আকাশরেলনৌ পথে সরকারি যানবাহনের টিকিট এবং জাতীয়, সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার আয়োজিত অনুষ্ঠানের আমন্ত্রণ। এই কর কার্ডের মেয়াদ হবে এক বছরের।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।