আন্তর্জাতিক বাণিজ্য বিশেষ করে রপ্তানির ক্ষেত্রে সহজীকরণ এবং সুরক্ষা নিশ্চিতের মধ্য দিয়ে দেশে কাগজবিহীন বাণিজ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।
আজ সোমবার (৮ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স-আইসিসি আয়োজিত বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্য ডিজিটালাইজেশন শীর্ষক এক কর্মশালায় এ মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, কাগজবিহীন বাণিজ্য ব্যবস্থা গড়ে তুলতে জাতিসংঘের যে ঘোষণা আছে, বাংলাদেশ সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দেশে বিদ্যমান বাণিজ্য ব্যবস্থায় যে গতানুগতিক পদ্ধতি তা সময়সাপেক্ষ বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
ওয়াসিকা আয়শা খান বলেন, এলডিসি উত্তরণে সম্ভাবনাময় আন্তর্জাতিক বাণিজ্য কাজে লাগাতে ডিজিটাইজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতোমধ্যেই বাজেটে সর্বক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার নিশ্চিতে বেশকিছু পরিকল্পনা নেয়া হয়েছে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।