ঢাকা শেয়ার বাজার

১ নভেম্বর ২০২৫ শনিবার ১৬ কার্তিক ১৪৩২

কিছু কিছু ইস্যুয়ার কোম্পানি ও চার্টার্ড ফার্ম ক্ষতি করছে শেয়ারবাজারের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর দেখা যায়, বেশির ভাগ কোম্পানির আর্থিক অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে। তারমানে কোম্পানিটি যখন আইপিওর কাগজপত্র জমা দিয়েছিল সেগুলো অতিরঞ্জিত করে তৈরি করে জমা দিয়েছিল।

এমন বিষয় টি রেগুলেটরি বোর্ডের বিশেষ বিবেচনায় নেয়া উচিত। কেননা ইস্যুয়ার কোম্পানি ও চার্টার্ড ফার্ম গুলি বছরের পরে বছর এই অনিয়ম করে আসছে বিভিন্ন কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়ার সময়। তাই কর্তৃপক্ষের সজাগ থাকতে হবে।কেননা শেয়ার বাজারের দুর্দশার জন্যে রুগ্ন কোম্পানি তালিকাভুক্ত হওয়া অনেকটা দায়ী।

কিছু কিছু ইস্যুয়ার কোম্পানি ও চার্টার্ড ফার্ম শেয়ারবাজারের ক্ষতি করছে বিভিন্ন ভাবে। তাই এদের কার্যক্রম কঠোর ভাবে তদারকি করা উচিত।

বিগত ১০ বছরে অন্তত ১০০ এর অধিক কোম্পানি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে। তালিকাভুক্ত হওয়ার সময় কোম্পানিগুলির অতিরঞ্জিত করে মুনাফা দেখিয়ে তালিকাভুক্ত হলেও ২/৩ বছর যেতে না যেতেই রুগ্ন কোম্পানিতে পরিণত হয়েছে অসংখ্য কোম্পানি। এর জন্যে প্রত্যক্ষও পরোক্ষভাবে ইস্যুয়ার কোম্পানি ও চার্টার্ড ফার্মগুলো জড়িত থাকলেও কখনো এইসব কোম্পানির শাস্তির আওতাধীন করা হয়নি।

এদের কঠোর শাস্তির আওতাধীন করতে পারলে অতিরঞ্জিত করে কোম্পানির আর্থিক অবস্থা বানিয়ে দিবেনা তালিকাভুক্ত হতে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।