ঢাকা শেয়ার বাজার

১৭ ডিসেম্বর ২০২৫ বুধবার ২ পৌষ ১৪৩২

পরিচালনা পর্ষদ পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে ১ টি কোম্পানি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের ইজিএম করার সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটি জানিয়েছে যে, কোম্পানির বর্তমান নাম “Legacy Footwear Limited” নাম পরিবর্তন করে “Legacy Footwear PLC” করার সিদ্ধান্ত নিয়েছে  পরিচালনা পর্ষদ।

এছাড়াও কোম্পানির পরিচালনা পর্ষদের পরিবর্তন অনুমোদন করবে বলে জানিয়েছে কোম্পানিটি।

উপরে উল্লেখিত বিষয় টি বিবেচনা এবং অনুমোদনের জন্য কোম্পানির EGM অনুষ্ঠিত হবে আগামী ১৭ই জুলাই ২০২৩, সকাল ১১ টা ৩০ মিনিটে।

ইজিএম এর কারণে কোম্পানিটির আজ ১১ই জুলাই ২০২৩ তারিখ রেকর্ড তারিখ

উল্লেখ্য, আজ যাদের শেয়ার আছে তারা ইজিএমে অংশগ্রহণ করতে পারবেন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।