পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের ইজিএম করার সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিটি জানিয়েছে যে, কোম্পানির বর্তমান নাম “Legacy Footwear Limited” নাম পরিবর্তন করে “Legacy Footwear PLC” করার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ।
এছাড়াও কোম্পানির পরিচালনা পর্ষদের পরিবর্তন অনুমোদন করবে বলে জানিয়েছে কোম্পানিটি।
উপরে উল্লেখিত বিষয় ২ টি বিবেচনা এবং অনুমোদনের জন্য কোম্পানির EGM অনুষ্ঠিত হবে আগামী ১৭ই জুলাই ২০২৩, সকাল ১১ টা ৩০ মিনিটে।
ইজিএম এর কারণে কোম্পানিটির আজ ১১ই জুলাই ২০২৩ তারিখ রেকর্ড তারিখ ।
উল্লেখ্য, আজ যাদের শেয়ার আছে তারা ইজিএমে অংশগ্রহণ করতে পারবেন।