ঢাকা শেয়ার বাজার

২৯ অক্টোবর ২০২৫ বুধবার ১৩ কার্তিক ১৪৩২

ক্রিকেটে ডমিঙ্গো অধ্যায় শেষ, আসতে পারেন চন্ডিকা হাতুড়েসিংহে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

বাংলাদেশ ক্রিকেটে রাসেল ডমিঙ্গো সমলচিত ও বিতর্কিত অধ্যায়ের সমাপ্তি ঘটল অবশেষে। তিনি আর বাংলাদেশ দলের প্রধান কোচ পদে থাকছেন না। গতকাল রাতে তিনি বিসিবি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন, ‘ডমিঙ্গো পদত্যাগ করেছে। কাল রাতেই তিনি আমাদের মেইলের মাধ্যমে জানিয়ে দিয়েছে।’

২০১৯ সালের আগস্টে দুই বছরের জন্য বাংলাদেশ দলের প্রধান কোচ পদে দায়িত্ব নিয়েছিলেন এই দক্ষিণ আফ্রিকান। ২০২১ সালে সে চুক্তি বাড়ানো হয় ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ডমিঙ্গো।

ডমিঙ্গোকে সরিয়ে দেওয়া হবে, এমন নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

জানা গেছে, সদ্য সমাপ্ত ভারত সিরিজের পর বিসিবিই মূলত ডমিঙ্গোকে প্রধান কোচ হিসেবে না রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। এই বার্তাটা ডমিঙ্গোর কাছেও পৌঁছে দেওয়া হয়। এ রকম পরিস্থিতিতে সম্মানজনক বিদায়ের পথই বেছে নিয়েছেন ডমিঙ্গো।

এর মধ্যে বিসিবি নতুন কোচের খোঁজ শুরু করে দিয়েছে। গুঞ্জন আছে, বাংলাদেশ দলের সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও ফিরে আসতে পারেন। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কিছু জানা যায়নি।

শুধু কোচই নয়, তৃণমূল পর্যায় থেকে শুরু করে জাতীয় দল ও নারী দলের পারফরম্যান্স বিশ্লেষণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করতে একজন পারফরম্যান্স ম্যানেজার নিয়োগেরও সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।