ঢাকা শেয়ার বাজার

২৯ অক্টোবর ২০২৫ বুধবার ১৩ কার্তিক ১৪৩২

খান ব্রাদার্সের শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধি ও লেনদেন তদন্তের নির্দেশ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের শেয়ারের অস্বাভাবিক কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে।ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তাকে (সিআরও)গতকাল রবিবার নির্দেশ দেওয়া হয়।

বিএসইসির সংক্রান্ত এক আদেশে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে কোম্পানিটির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। মূল্যবৃদ্ধির পেছনে কোনো ধরনের কারসাজি বা সুবিধাভোগী লেনদেন বা আইন লঙ্ঘনের ঘটনা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে। ৩০ কার্যদিবসের মধ্যে সংক্রান্ত প্রতিবেদন কমিশনে জমা দিতে বলা হয় আদেশে।

ছাড়া শেয়ারবাজারের ব্রোকারেজ হাউসের লেনদেনকারী কর্মকর্তা প্রধান নির্বাহীদেরকোম্পানিটির শেয়ারের সন্দেহজনক লেনদেন থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

এদিকে ডিএসইর তথ্য অনুযায়ী, ঢাকার বাজারে গত এক মাসের ব্যবধানে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৮৮ শতাংশ বেড়েছে।গত ১৫ আগস্ট কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ছিল ৯৩.৮০ টাকা। গতকাল রবিবার দিন শেষে শেয়ারের এই দাম বেড়ে দাঁড়িয়েছে ১৭৬.৫০ টাকায়। সেই হিসাবে এক মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ৮২.৭০ টাকা বা ৮৮ শতাংশ বেড়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে কোম্পানিটির কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। পাশাপাশি ব্যবসা করতে না পারায় প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় ধরে লোকসান গুনছে। ফলে লভ্যাংশ দেওয়ার আর্থিক সামর্থ্য নেই কোম্পানিটির। ২০২৩ সালেও বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে পারেনি। তা সত্ত্বেও হু হু করে বাড়ছে এটির শেয়ারের দাম। দীর্ঘদিন ধরেই শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ার নিয়ে কারসাজির ঘটনা ঘটছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।