দেশে খোলাবাজারে ডলারের দাম হঠাৎ বেড়ে গেছে। গত এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যে কেনা–বেচা উভয় ক্ষেত্রেই ডলারের দাম অন্তত ৪ টাকা বেড়েছে বলে বাজারের সূত্রে জানা গেছে। একই সঙ্গে প্রবাসী আয়ের ডলারের দামও বেড়েছে।
জানা গেছে, রাজধানীর খোলাবাজারে প্রতি ডলার কেনা হচ্ছে ১২৬.৭০ টাকা , আর বিক্রি হচ্ছে ১২৭.৫০ টাকা দামে। মাত্র ১০ দিন আগেও খোলাবাজারে ডলার কেনা হয়েছে ১২২.৫০ টাকা । তখন ওই ডলার বিক্রি হয়েছে ১২৩ টাকায়।
ব্যাংকাররা জানিয়েছেন ,মূলত দুটো কারণে খোলাবাজারে ডলারের দাম বেড়েছে । প্রথমত, বিদেশগামী যাত্রীদের পক্ষ থেকে ডলারের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। বিশেষ করে ডিসেম্বর মাসে অনেকে ছুটি কাটাতে বিদেশে যাচ্ছেন, ফলে তাঁরা ডলারের চাহিদা বাড়িয়েছেন। আর বাড়তি চাহিদা মেটাতে অতিরিক্ত দামে প্রবাসী আয় বা রেমিট্যান্স কেনা হচ্ছে।
এ ছাড়া আমদানি দায় মেটাতেও ব্যাংকগুলো আগের তুলনায় বেশি দামে প্রবাসী আয়ের ডলার কিনে আনছে। ফলে প্রবাসী আয়ের ডলারের দাম ১২৪ টাকা ছাড়িয়ে গেছে। এতে প্রবাসী আয় বাড়লেও পাল্লা দিয়ে খোলাবাজারে ডলারের দাম বেড়ে গেছে।
খোলাবাজারে ডলারের দাম বাড়লেও ব্যাংকে এই মার্কিন মুদ্রা এখনো ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া ক্রেডিট কার্ড ও অন্যান্য কার্ডে ডলারের দাম ১২০ টাকা রাখা হচ্ছে।