গ্রামীণ টেলিকমের শ্রমিক কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির তিন পরিচালককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার (৪ঠা অক্টোবর) সকালে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের একটি টিম তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। গ্রামীণ টেলিকমের পরিচালকদের মধ্যে আছেন, নাজনীন সুলতানা, নূরজাহান বেগম ও হাজ্জাতুল ইসলাম লতিফী।
এদিন আরও দুই পরিচালককে জিজ্ঞাসাবাদের কথা রয়েছে।
একই মামলায় নেবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যদের তলব করেছে দুদক। গত ২৭শে সেপ্টেম্বর দুদকের উপপরিচালক মোঃ গুলশান আনোয়ার প্রধান স্বাক্ষরিত চিঠিতে ড. ইউনূসকে বৃহস্পতিবার (৫ই অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় দুদক কার্যালয়ে হাজির থাকতে বলা হয়।
ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, শ্রম আদালতের মামলায় সুবিধা করতে না পেরে দুদকের মামলায় বিচার শুরু করতে তড়িঘড়ি করা হচ্ছে। যদিও ওই দিন যথাসময়ে হাজির হবেন তিনি (ড. ইউনূস)।
চলতি বছরের ৩০ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।