দুই মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় মহাসড়ক অবরোধ করেছে পোশাক কারখানার শ্রমিকরা।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চন্দ্রা-নবীনগর মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেন হারডি কারখানার শ্রমিকরা।
এতে করে উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত চন্দ্রা-নবীনগর, ঢাকা-টাঙ্গাইল ও জয়দেবপুর-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এ তথ্যটি নিশ্চিত করেছেন নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দিন।
তিনি বলেন, ‘সকালে দুই মাসের বেতনের দাবিতে চন্দ্রায় হারডি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ায় আমরা গাড়িগুলোকে ডাইভারসন দেয়া পরিকল্পনা করছি। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে মহাসড়ক থেকে তাদের সরিয়ে নেয়ার চেষ্টা করছি।’
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘একটি কারখানার শ্রমিকরা চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছেন। আমাদের টিম তাদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করছে।’
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।