শেয়ারবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে চলতি সপ্তাহে। উক্ত সভায় লভ্যাংশ ঘোষণা আসতে পারে। কোম্পানিগুলো হলো গ্রামীণফোন লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো পিএলসি, সেনা ইন্স্যুরেন্স পিএলসি, ও সিটি ইন্স্যুরেন্স পিএলসি।
স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
গ্রামীণফোনের পর্ষদ সভা আগামী সোমবার, ৩ ফেব্রুয়ারি বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪, হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। উক্ত সভায় লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো পিএলসি
ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পর্ষদ সভা ৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।উক্ত সভায় লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
সমাপ্ত ২০২৪ হিসাব বছরের বিনিয়োগকারীদের জন্য ১৫০ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। এর আগে ২০২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।
সেনা ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ৫ ফেব্রুয়ারি বেলা ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের অনুমোদন করা হবে। উক্ত সভায় লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৩.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটির পর্ষদ।
সিটি ইন্স্যুরেন্স পিএলসি
সিটি ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ৬ ফেব্রুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।উক্ত সভায় লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটির পর্ষদ।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।