আজ সোমবার (২৯শে জানুয়ারি) বিডা কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, চলমান গ্যাস সংকট সাময়িক, পরিস্থিতি সামাল দিতে আরও এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) কেনা হয়েছে।
তিনি বলেন, অভ্যন্তরীণ উৎস থেকে যোগান বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।
বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে সালমান এফ রহমান বলেন, বাজারে নিত্যপণ্যের দাম কেন অস্বাভাবিকভাবে বাড়ছে, তার তদন্ত হচ্ছে।
দেশের বৈদেশিক রিজার্ভ নিয়ে তিনি বলেন, রিজার্ভের ওপর চাপ কমাতে রফতানি বাড়ানো এবং রেমিট্যান্স প্রবাহকে বাড়ানোর ওপর জোর দেয়া হচ্ছে। সরকার রফতানি বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে। কাজেই শিগগিরই ডলারের ওপর চাপ কমবে।
এছাড়া নানা উদ্যোগে মূল্যস্ফীতি কমলেও এখনও আশানুরূপ পর্যায়ে নেমে আসেনি বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।
একটি রেসপন্স