গত শুক্রবার ঢাকার সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ষষ্ঠ জাতীয় এইচআর কনভেনশন আয়োজন করে বাংলাদেশ মানবসম্পদ সংগঠন ফেডারেশন (এফবিএইচআরও) ।
কনভেনশনে দেশের মানবসম্পদ এবং মানবসম্পদ উন্নয়ন পেশাজীবী, শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতা এবং সরকারি কর্মকর্তারা একত্র হন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব অধ্যাপক মোখলেস উর রহমান সম্মানিত অতিথি ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান সবুর খান। কনভেনশনের প্যাট্রন ছিলেন এফবিএইচআর ওর প্রতিষ্ঠাতা সভাপতি ড. মো. মুশাররফ হোসেন। কনভেনশনের চেয়ার ছিলেন এফবিএইচআরওর ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. ফরিদ এ. সোবহানি।
ফাওজুল কবির খান বলেন, টেকসই প্রবৃদ্ধি এবং স্বনির্ভরতা নিশ্চিত করতে অবশ্যই মানব পুঁজি তৈরিতে বিনিয়োগ করতে হবে। মোখলেস উর রহমান মূল্যবোধ ও নৈতিকতা গড়ে তোলার ওপর জোর দেন।
ড. মুশাররফ হোসেন বলেন, ‘মানব পুঁজির উন্নয়নে সরকারি সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা আমাদের লক্ষ্য। যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা দেশের অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারি।’
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।