পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিকেল ডিভাইস লিমিটেড (JMISMDL)নিপ্রো কর্পোরেশনের প্রতিনিধিত্বকারী নতুন মনোনীত পরিচালক নিয়োগ দিয়েছে।
কোম্পানিটি জানিয়েছে যে ,কোম্পানির পরিচালনা পর্ষদ মিঃ কাতসুহিকো ফুজির পরিবর্তে নিপ্রো কর্পোরেশন, ওসাকা, জাপানের পক্ষ থেকে জেএমআই সিরিঞ্জস অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড–এর পরিচালক ফিন্যান্স মিঃ হিরোশি সাইতো–কে মনোনীত পরিচালক হিসাবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। বোর্ড আরও সিদ্ধান্ত নিয়েছে যে কোম্পানির নতুন মনোনীত পরিচালক হিসাবে মিঃ হিরোশি সাইতোর অন্তর্বর্তীকালীন নিয়োগ,কোম্পানিটির আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের চূড়ান্ত অনুমতির পর মনোনীত পরিচালকের পদ গ্রহণ করতে পারবে।

উল্লেখ্য কোম্পানিটি বহুদিন যাবৎ ২৫৫.৫০ টাকায় ফ্লোর প্রাইজে আটকে আছে।লেনদেন হচ্ছে যৎসামান্য ।গতকাল লেনদেন হয়েছিল মাত্র ১০০ শেয়ার।