দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের জায়ান্ট কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেডের (GENEXIL) নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে ।
কোম্পানিটি জানিয়েছে যে, নতুন চেয়ারম্যান হিসেবে জনাব টিআইএম নুরুল কবিরকে আজ রবিবার (২৪ নভেম্বর) থেকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে ।
ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।
জেনেক্স ইনফোসিস লিমিটেড (GENEXIL) ২০১৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১২০ কোটি ৪৫ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ৪ লাখ ৫০ হাজার ২১ টি।
এর মধ্যে উদ্যোক্তাদের কাছে রয়েছে ৩০.০৫ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৫.৩১ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের ০.০৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৪.৬০ শতাংশ শেয়ার রয়েছে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।