দেশে টানা কয়েক দফায় সোনার দাম বাড়ার পর এবার বাজারে সোনার দাম কমেছে।সবচেয়ে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে ১,৭৫০ টাকা কমানো হয়েছে।দাম কমায় এখন ভালো মানের সোনার ভরির দাম হয়েছে ১,০৮,১২৫ টাকা। গত এক সপ্তাহসোনার রেকর্ড দাম ছিল ১,০৯,৮৭৫ টাকা।
আজ বুধবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদবিজ্ঞপ্তিতে সোনার মূল্য হ্রাসের তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের(পিওর গোল্ড) সোনার দাম কমেছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে ১,০৩,২২৬ টাকা নির্ধারণকরা হয়েছে।এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৮৮,৪৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। আরসনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৭৩,৭১৬ টাকা করা হয়েছে।
তবে রুপার দাম আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ক্যারেটের রুপার দাম ভরি ১,৭১৫ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি ১,৬৩৩ টাকা এবং১৮ ক্যারেটের রুপার দাম ভরি ১,৪০০ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির একভরি রুপার দাম ১,০৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।