ঢাকা শেয়ার বাজার

১ নভেম্বর ২০২৫ শনিবার ১৬ কার্তিক ১৪৩২

ট্রাম্পের প্রচারসহ নানা সমালোচনার মুখে সিএনএন প্রধানের পদত্যাগ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ ছেড়েছেন ক্রিস লিচট।

ক্রিসের পদত্যাগ অবিলম্বে কার্যকর হওয়ার কথা গতকাল বুধবার ঘোষণা করে সংবাদ নেটওয়ার্কটির মূল প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি।

আপাতত সিএনএনকে নেতৃত্ব দেওয়ার জন্য মালিকানা কোম্পানি একটি অন্তর্বর্তী দল নিযুক্ত করেছে।

সংবাদমাধ্যমটির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট অ্যামি এনটেলিস, ভার্জিনিয়া মোসেলি, এরিক শার্লিং ও চিফ অপারেটিং অফিসার ডেভিড লেভি এখন অন্তর্বর্তী ভিত্তিতে সিএনএনের নেতৃত্ব দেবেন।

গত বছর সিএনএনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছিলেন ক্রিস। তিনি মাত্র ১৩ মাস এই পদে ছিলেন। দায়িত্বকালে তিনি নানা কারণে ব্যাপকভাবে সমালোচিত হন। কারণ গুলোর মধ্যে ছিল সম্পাদকীয় সিদ্ধান্ত, কর্মী ছাঁটাই, কর্মী অসন্তোষ, রেটিং কমে যাওয়া, মুনাফা কমার মতো বিষয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি টাউন হল সাক্ষাৎকার প্রচার করে সিএনএন। সাক্ষাৎকারটি প্রচারের পর সিএনএনের রেটিং কমে যায়।

২ জুন যুক্তরাষ্ট্রের ‘দ্য আটলান্টিক’ সাময়িকীতে ক্রিসের নানা সমালোচনা করে একটি দীর্ঘ নিবন্ধ প্রকাশিত হয়। সিএনএনে যেভাবে ট্রাম্পের সাক্ষাৎকার প্রচার করা হয়েছে, তা নিয়েও এই নিবন্ধে তীব্র সমালোচনা ছিল। সমালোচনার মুখে শেষ পর্যন্ত ক্রিসকে পদ ছাড়তে হলো।

সিএনএনের মালিকানা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি প্রেসিডেন্ট ও সিইও ডেভিড জাসলাভ বলেছেন, ব্যক্তিগত ও পেশাগত ভাবে ক্রিসের প্রতি তাঁর অনেক শ্রদ্ধা রয়েছে। সিএনএনকে নেতৃত্ব দেওয়ার মতো কঠিন কাজটি করতে গিয়ে ক্রিস তাঁর মন-প্রাণ নিংড়ে দিয়েছিলেন।

সূত্রঃ এএফপি

 

 

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।