সদ্য বিদায় নেয়া ২০২৪ সালের ডিসেম্বরে তুমুল হাওয়া লেগেছে রেমিট্যান্সে (প্রবাসী আয়)। সরকারের নানা পদক্ষেপ, সচেতনতা ও প্রণোদনায় অন্যান্য যেকোন বারের চেয়ে ডিসেম্বরে প্রবাসী আয় বেড়েছে। যা দেশের ইতিহাসে সেরা প্রবাসী আয় হিসেবে গন্য।
গত ডিসেম্বরে মাসে প্রবাসী আয় বা রেমিট্যান্স দেশে এসেছে ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ৩০ হাজার কোটি ৪৮ লাখ ৫০ হাজার ৬০০ টাকা (প্রতি ডলার ১২১ টাকা ২৭ পয়সা হিসেবে)।
গতকাল রোববার (৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০২৩ সালের ডিসেম্বরের তুলনায় গত ডিসেম্বরে প্রবাসী আয় বেড়েছে ৬৪ কোটি ৭৫ লাখ ২০ হাজার ডলার বা ৩২ দশমিক ৫২ শতাংশ। গত ডিসেম্বরে প্রবাসী আয় এসেছে ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ডলার। যা আগের বছরের ডিসেম্বরে এসেছিল ১৯৯ কোটি ১২ লাখ ৬০ হাজার কোটি ডলার।
গত ডিসেম্বরে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৭৯ কোটি ৮৬ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭২ কোটি ২০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১১ কোটি ২৭ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৭৪ লাখ মার্কিন ডলার।
দেশে কার্যরত ব্যাংকগুলোর মধ্যে ডিসেম্বর একক ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এই ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় ৩৬ কোটি ৫৯ লাখ ডলার এসেছে। দ্বিতীয় অবস্থানে আসা অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ২৬ কোটি ৪৭ লাখ ৭০ হাজার ডলার। এরপর সোনালী ব্যাংকের মাধ্যমে এসেছে ২১ কোটি ১৭ লাখ ২০ হাজার ডলার, ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ১৯ কোটি ৩২ লাখ ডলার, ট্রাস্ট ব্যাংকের ১৮ কোটি ৪৪ লাখ ৩০ হাজার টাকা এবং জনতা ব্যাংকের মাধ্যমে ১৪ কোটি ৭০ লাখ ৮০ হাজার ডলার।
প্রবাসী আয়ের প্রবৃদ্ধি বেড়েছে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, বৈধ পথে প্রবাসীদের টাকা পাঠাতে সচেতনতা বাড়ানোর কারণে এখন হুন্ডি বা অবৈধভাবে টাকা পাঠানোর প্রবণতা কমেছে। এতে প্রবাসী আয়ে ইতিবাচক প্রভাব পড়ে।
হুসনে আরা শিখা বলেন, অর্থপাচার পুরোপুরি বন্ধ করা গেলে প্রবাসী আয় আরও বাড়বে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।
একটি রেসপন্স